Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই কাটল অচলাবস্থা! বুধ থেকে টলিপাড়ায় শুরু শুটিং, পরিচালক রাহুলই

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেই কাটল জট। বুধবার, থেকে আবার লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন শোনা যাবে টলিপাড়ায়। বুধবার থেকেই ফের সিরিয়াল, সিনেমা, ওটিটির শুটিং শুরু হবে। SVF-এর পুজোর ছবিতে ডিরেক্টর হিসেবেই থাকবেন রাহুল মুখোপাধ্যায়। তবে, তাঁর ছবির কাজ শুরু হবে কয়েকদিন পর থেকে।

রাহুল মুখোপাধ্যায়ের পরিচালক আসনে থাকা নিয়ে দাড়ি টানাটানিতে সোমবারের পরে মঙ্গলবারেও শুনশান টলিপাড়া। সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। সোমবার, সকাল থেকে দফায় দফায় বিভিন্ন পক্ষের বৈঠক হয়। কিন্তু রাত নটার পরে জানা যায় টলিপাড়ায় জারি অচলাবস্থা। সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চান বলে সাংবাদিক বৈঠকে জানান পরিচালক-প্রযোজকরা। মঙ্গলবার, সকালে আরেকপ্রস্থ বৈঠক হয় প্রসেনজিতের বাড়ি ‘উৎসব’-এ। সেখানে থেকে বেরিয়েই বেলা তিনটে নাগাদ নবান্ন পৌঁছন গৌতমরা। সেই ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “দেখা হল, কথা হল, ভালো লাগলো”। তার পরেই খবর মেলে, বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে টলিপাড়ার শুটিং বন্ধের পরিস্থিতি তুলে ধরেন প্রসেনজিৎরা। সেই বৈঠকের পরই আশার আলো।

সূত্রের খবর, এসভিএফের ব্যানারে তৈরি অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের পুজোর ছবির পরিচালক থাকছেন রাহুলই। তবে এই ছবির শুটিং হয়তো কয়েকদিন পর থেকে শুরু হতে পারে। বৈঠকের পরে দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন, আশা রাখি সন্ধ্যায় সব সমস্যা মিটে যাবে এবং আগামিকাল (বুধবার) থেকে ফের শুটিং শুরু হবে। নবান্নের বৈঠকের পরই পরিচালকরা সন্ধ্যায় একটি বৈঠকে বসেন।

এর পাশাপাশি সূত্রের খবর, ফেডারেশনের নিয়ম নিয়ে একটা রিভিউ কমিটি তৈরি হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে তিন মাসের মধ্যে নতুন নিয়ম কানুন রিভিউ কমিটির সামনে পেশ করতে হবে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...