Tuesday, November 4, 2025

বুধে বিধানসভায় পেশ ন্যায় সংহিতা নিন্দা প্রস্তাব, তৈরি রিভিউ কমিটি

Date:

Share post:

কেন্দ্রের তিন নতুন আইন পাশ হওয়া নিয়ে নিন্দা প্রস্তাব বুধবারই বিধানসভায় আনতে চলেছে রাজ্য সরকার। আইন প্রণয়নের আগে রাজ্যগুলির মতামত নিয়ে প্রস্তাব পাঠানোর বার্তা কেন্দ্র সরকারই দিয়েছিল। তারপরেও রাজ্যগুলির কোনও সংশোধনীই গ্রহণ করেনি স্বৈরাচারী মোদি সরকার। পাস হয়েছে তিন আইন। আইন প্রণয়নের তিন মাসের মধ্যে সেই আইন নিয়ে রাজ্যগুলির রিভিউ রিপোর্ট জমা দিতে হয়। ইতিমধ্যেই রাজ্যের পক্ষে রিভিউ কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির রিপোর্ট মেনে প্রয়োজনীয় সংশোধনী যাতে তিন আইনে আনে কেন্দ্রের মোদি সরকার, তার জন্য বিধানসভা থেকে জোরদার আন্দোলনের প্রস্তুতি নেওয়া শুরু।

ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও সাক্ষ্য অধিনিয়ম – তিন আইনের সমস্যা নিয়ে ইতিমধ্যেই লোকসভায় বিরোধীরা সরব হয়েছেন। এবার রাজ্য বিধানসভায় এনিয়ে নিন্দা প্রস্তাব আনতে চলেছেন তৃণমূল। কয়েকদিন আগেই এই নিন্দা প্রস্তাব আনার কথা থাকলেও একদিকে উত্তরের জেলাগুলিতে কেন্দ্রের ভ্রান্ত জলনীতির কারণে বন্যা পরিস্থিতি ও বিজেপি নেতাদের অহেতুক রাজ্য ভাগের চক্রান্তের কারণে সেই প্রস্তাব আনার দিন পিছিয়ে যায়।

রাজ্যের তরফে কেন্দ্রকে নতুন তিন আইন নিয়ে রিভিউ করার জন্য প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সেই কমিটির রিপোর্ট মুখ্যমন্ত্রী পাস করার পরে তা কেন্দ্রের কাছে পাঠানো হবে। তবে রাজনৈতিকভাবেও তিন কালো আইনের প্রতিবাদ জানানোর প্রস্তুতি শুরু তৃণমূলের।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...