প্রকৃতির তাণ্ডবে রেহাই পেলো না দেবভূমি। মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে উত্তরাখণ্ড- হিমাচল প্রদেশে (Uttarakhand Himachal Pradesh disaster)ফিরেছে এগারো বছর আগের ভয়ংকর স্মৃতি। শনিবার পর্যন্ত স্থগিত কেদারনাথ যাত্রা। এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার হিমাচল প্রদেশের লাহুল-স্পিতির কম্পনের পর শনিতে ফের বৃষ্টির সতর্কতা কেদারনাথ- রুদ্রপ্রয়াগে। দেবভূমিতে মৃত বেড়ে ৫০!

প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরাখান্ড এবং হিমাচলে এখনও তিনশোর বেশি পর্যটক আটকে রয়েছেন। প্রায় ৫ হাজার পুণ্যার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সাতশোরও বেশি পুণ্যার্থীকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। শুক্রবার থেকে উত্তরাখণ্ডের তেহরি এবং রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আরও ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে জোর কদমে চলছে উদ্ধার কাজ।
