জলমগ্ন কলকাতা বিমানবন্দর, জলে পরপর দাঁড়িয়ে বিমান

হ্যাঙার এলাকা আগেও বর্ষায় জলমগ্ন হওয়ার ঘটনা ঘটেছে। তার পরেও বিমান বন্দর কর্তৃপক্ষ নিকাশি সংস্কারের পদক্ষেপ না নেওয়ায় অল্প বৃষ্টিতেও জলমগ্ন হওয়ার ঘটনা ঘটছে

দুদিনের প্রবল বৃষ্টির প্রভাব কলকাতা বিমানবন্দরে। শনিবার সকাল থেকে বিমানবন্দরের একাংশ জলে ডুবে যায়। একাধিক বিমান জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে বিমান পরিষেবায় কোনও ব্যাঘাত হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।

নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার একটি বড় অংশ জুড়ে মেট্রোর কাজ চলছে। সেই কারণে পার্কিং এলাকায় নিকাশি সমস্যাও রয়েছে। শনিবার সকালেও কয়েক দফার বৃষ্টির পরে দেখা যায় পার্কিং এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। হ্যাঙার এলাকা আগেও বর্ষায় জলমগ্ন হওয়ার ঘটনা ঘটেছে। তার পরেও বিমান বন্দর কর্তৃপক্ষ নিকাশি সংস্কারের পদক্ষেপ না নেওয়ায় অল্প বৃষ্টিতেও জলমগ্ন হওয়ার ঘটনা ঘটছে।

তবে রানওয়ে এলাকা বেশ খানিকটা উঁচু হওয়ায় সেখানে জল জমার ঘটনা ঘটেনি। ফলে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পাম্প ব্যবহার করা শুরু হয়েছে জমা জল বের করার জন্য।