Friday, August 22, 2025

লোকসভা ভোটের ফান্ড নয়ছয়ের অভিযোগে একের পর এক নেতার ইস্তফায় অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

দলের একাংশের বিরুদ্ধেই আর্থিক তছরুপের অভিযোগ তুলে, পদত্যাগপত্র পাঠালেন বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার একের পর এক নেতা। নির্বাচনী ফান্ড থেকে টাকা নয়ছয় করা হয়েছে। জেলা নেতৃত্বের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বেহালা পশ্চিম মণ্ডলের তিন বিজেপি (BJP) নেতা।

জেলা নেতৃত্বের বিরুদ্ধে ভোটের ফান্ড নয়ছয়ের অভিযোগ তুলে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি (BJP) যুব মোর্চার বেহালা পশ্চিম ৫নং মণ্ডলের সভাপতি দিব্যেন্দু সামন্ত, সহ-সভাপতি শুভঙ্কর মাইতি ও সভানেত্রী আরতি ভাট। অভিযোগ, ভোটের সময় বুথ এলাকায় প্রচার ও এজেন্টদের জলখাবারের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল, তা নয়ছয় করেছে দলেরই নেতৃত্বের একাংশ।

বেহালা পশ্চিম মণ্ডল ৫-এর বিজেপি যুব মোর্চার পদত্যাগী মণ্ডল সহ-সভাপতি শুভঙ্কর মাইতি বলেন, ‘পার্টিতে থেকে কাজ করতে পারা যাচ্ছে না এবং কিছু ব্যক্তি আছে যাঁরা দল ভালবেসে করেন না। সংগঠন করতে এসেছেন ব্যক্তিগত স্বার্থে। দক্ষিণ কলকাতায় যেভাবে আর্থিক দুর্নীতি হয়েছে, যেভাবে বুথের টাকায়…আর্থিক তছরুপ করা হয়েছে । কেন্দ্র থেকে ঘোষণা করে দেওয়ার পরে রাজ্য পর্যন্ত এসেছে…রাজ্য থেকে ছেড়ে দেওয়ার পরে ২৩ দক্ষিণ কলকাতা লোকসভায় একটা আর্থিক তছরুপ হয়েছে।’

বেহালা পশ্চিম মণ্ডল ৫-এর বিজেপি যুব মোর্চার পদত্যাগী মণ্ডল সভাপতি দিব্যেন্দু সামন্ত বলেন, ‘পার্টির কিছু ব্যক্তিগত, ভিতরকার কারণে আমি ইস্তফা দিয়েছি। সেটা আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এবং কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। সব দলে কিছু সৎ মানুষ থাকে, সব দলে কিছু অসৎ মানুষ থাকে। অবশ্যই দোষটা অসৎ মানুষদের দিকে।’

বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ অবশ্য বলছেন, ‘তৃণমূল যখন রাজনৈতিকভাবে পারে না তখন অনেক কিছুই ভুলভাল অপপ্রচারের চেষ্টা করে। বিশেষ করে আমাদের যাঁরা কার্যকর্তা তাঁদের মধ্যেও আনার চেষ্টা করেছেন। তৃণমূলের প্ররোচনায় পা দিয়ে কেউ যদি কোনও পাবলিক কোনও স্টেটমেন্টে বা পাবলিক কোনও লেটার লিখে থাকেন, সেটা তৃণমূলের উস্কানিতেই পা দেওয়া।’

এনিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, ‘বিজেপির প্রায় প্রত্যেকটা মণ্ডল থেকেই অভিযোগ হচ্ছে যে, নির্বাচনের সময় টাকা নিয়ে তছরুপ করেছেন বিজেপিরই নেতা-নেত্রীরা। ইন্দ্রনীল নিজে বেনিফিসিয়ারি। উনি আবার কী বলবেন !’

আরও পড়ুন: ২৮ শে সমাবেশের আগে উত্তরে তৃণমূল ছাত্র পরিষদের প্রথম রাজনৈতিক কর্মশালা

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...