Thursday, August 21, 2025

বিমায় GST প্রত্যাহারের ঘোষণা করুন নির্মলা, নাহলে আন্দোলনের হুঁশিয়ারি ডেরেকের

Date:

Share post:

অবিলম্বে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার করার দাবি সংসদে আরও জোরালো করল তৃণমূল। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে এই ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সহানুভূতির সঙ্গে দেশের মানুষের স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতির কথা বিবেচনা করে অর্থমন্ত্রীকে জিএসটি প্রত্যাহার নিয়ে বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন, তার কোনও উত্তর এখনও পর্যন্ত অর্থমন্ত্রকের তরফে পাওয়া যায়নি।

স্বাস্থ্য ও জীবন বিমায় চড়া হারে জিএসটি বসিয়ে যে অমানবিকতার নজির বিজেপি সরকার রেখেছে, তার প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে সব স্তরে করা হবে। আগামী তিন চার দিনের মধ্যে রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা করতে হবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনকে, সোমবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই প্রসঙ্গে অর্থমন্ত্রীর দেখানো জিএসটি কাউন্সিলের যুক্তিকে তুলোধনা করেন ডেরেক।

এর আগে রাজ্যসভার দুই সাংসদ সাকেত গোখলে ও দোলা সেন বিমায় ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি পেশ করেছিলেন। তার প্রেক্ষিতে নির্মলা সীতারমন সাফাই দিয়েছিলেন জিএসটির বিষয়টি জিএসটি কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাল্টা এদিন ডেরেক দাবি করেন, “এটা সত্য নয়৷ সুপ্রিম কোর্ট বলেছে, জিএসটি কাউন্সিল আসলে একটি পরামর্শদাতা সংস্থা।”

সরাসরি অর্থমন্ত্রীকে রাজ্যসভায় দাঁড়িয়ে জনগনের উপর থেকে এই টাকার বোঝা প্রত্যাহারের ঘোষণা করার দাবি জানিয়ে ডেরেক বলেন, “আমরা ইন্ডিয়া জোটের সব দলকে এই ইস্যুতে সোচ্চার হতে বলবো৷ একই ভাবে আমরা অনুরোধ করবো বিজু জনতা দলকে, এই ইস্যুতে সোচ্চার হন৷ আগামী তিন চার দিনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী সভায় এই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা না জানালে আন্দোলন শুরু হবে।”

spot_img

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...