Wednesday, December 24, 2025

ইউনুস-সহ বাংলাদেশের কার্যনির্বাহী সরকারকে আন্তরিক অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দীর্ঘ দুমাস টানা অশান্তি, হিংসা, প্রাণহানি, রক্তক্ষয়ের পরে বৃহস্পতিবার শপথ নিল বাংলাদেশের নতুন অন্তর্বর্তী কার্যনির্বাহী সরকার। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Md Yunus) -সহ সরকারকে আন্তরিক অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুক্রবার, নিজের এক্স হ্যান্ডলে তিনি আশা প্রকাশ করেন, এবার শান্তি ফিরবে বাংলাদেশে (Bangladesh)।

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন “অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।”

পোস্টে বাংলাদেশের উন্নতি-প্রগতি- শান্তির কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, “বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।”

বাংলাদেশের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত আন্তরিক সম্পর্ক মমতার। বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সেই আন্তরিকতা- সৌহার্দ্য বজায় থাকবে বলে পোস্টে আশা প্রকাশ করেন মমতা। লেখেন,
“আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।”


spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...