চলছে দেদার ছাঁটাই! ৪২ হাজার কর্মী সংখ্যা কমালো আম্বানিদের রিলায়েন্স

রিলায়েন্সে চলছে দেদার ছাঁটাই। এদিকে কমছে নিয়োগও। সম্প্রতি এমনই এক তথ্য উঠে এসেছে। রিপোর্টে জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে ২০২৩-২৪ অর্থবর্ষে ৪২ হাজার জন কর্মী ছাঁটাই হয়েছে। যা গত অর্থবর্ষের নিরিখে তাদের মোট কর্মশক্তির ১১ শতাংশ।

ব্যবসায়িক দিক থেকে বিভিন্ন সেক্টর মিলিয়ে রিলায়েন্সের বাণিজ্যিক সাম্রাজ্য। আর সেই সমস্ত সেক্টর মিলিয়ে ৪২ হাজার কর্মী গত অর্থবর্ষে ছাঁটাই হয়েছে। রিপোর্ট দাবি করছে, সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে রিটেল সেকশনে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট কর্মচারীর সংখ্যা ২০২৩-২৪ সালে ৩৪৭০০০ছিল, কিন্তু ২০২২-২৩ সালে ছিল ৩৮৯০০০ জন৷

রিলায়েন্সের এই কর্মী ছাঁটাইয়ের তালিকার মধ্যে সংস্থায় নবাগতরাও ছিলেন। বেশ কিছু রিপোর্টের দাবি, খরচে লাগাম দিতেই রিলায়েন্সের এই পদক্ষেপ। রিলায়েন্সের রিটেল বিভাগে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে। রিলায়েন্সের রিটেল বিভাগে২০২৩-২৪ এর মধ্যে ২০৭,০০০ জন কর্মী ছিলেন। যা মোট কর্মশক্তির ৬০ শতাংশ ছিল, তার আগের বছরে সংখ্যাটা ছিল ২৪৫০০০।

আরও পড়ুন- আদিবাসী নৃত্যে তাল, ধামসায় বোল: ঝাড়গ্রামের অনুষ্ঠানে মুগ্ধ করলেন মুখ্যমন্ত্রী

 

 

 

Previous articleআদিবাসী নৃত্যে তাল, ধামসায় বোল: ঝাড়গ্রামের অনুষ্ঠানে মুগ্ধ করলেন মুখ্যমন্ত্রী
Next articleঅলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের পতকাবাহক হিসাবে মানু ভাকেরের সঙ্গে শ্রীজেশ