পদত্যাগ হাসিনা-ঘনিষ্ঠ বিচারপতির! নাম ঘোষণা বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির 

বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মহম্মদ আশফাকুল ইসলাম। এর আগে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসাবে কাজ করছেন। শেখ হাসিনা-ঘনিষ্ঠ ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন।

শনিবার প্রধান বিচারপতির পদ থেকে হাসানের ইস্তফার দাবিতে ঢাকায় হাই কোর্ট ভবনের সামনে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা। এদিন দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং তাঁর ‘ফুল কোর্ট মিটিং’ বন্ধ করে দিতে হবে। এমনকি আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের ‘আল্টিমেটাম’ দেন বিক্ষোভকারী নেতারা। এর কিছু সময়ের মধ্যেই বিচারপতি হাসানের পদত্যাগ করে বলা জানা যায়।

আরও পড়ুন- বাজেটে দেশের অর্থনীতিকে দিশা দেখাতে ব্যর্থ কেন্দ্র, কটাক্ষ অমিত মিত্রের

 

Previous articleবাজেটে দেশের অর্থনীতিকে দিশা দেখাতে ব্যর্থ কেন্দ্র, কটাক্ষ অমিত মিত্রের
Next articleসরকারি চাকরি ফেরালেন অলিম্পিক্সে পদক জয়ী, মন দিতে চান শুটিং-এ