Wednesday, November 5, 2025

রাতেই শহরে আসছেন আনোয়ার, সোমবার ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে বিশেষ পরিকল্পনা ক্লাবের, রয়েছে চমক : সূত্র

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শহর কলকাতায় পা রাখবেন আনোয়ার আলি। ইতিমধ্যে দিল্লি এফসি কর্তা রঞ্জিত বাজাজের সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আনোয়ার। আর ভারতীয় এই ডিফেন্ডারকে স্বাগত জানাতে অপেক্ষায় লাল-হলুদ সমর্থকেরা। আনোয়ারের জন্য বিশেষ পরিকল্পনা লাল-হলুদ ক্লাবের।

বেশ কয়েকদিনের দীর্ঘ অপেক্ষার পর, আনোয়ার প্রসঙ্গে নিজেদের মতামত দেয় প্লেয়ার স্ট্যাটাস কমিটি। নতুন ক্লাবে সই করার অনুমতি দেওয়া হয় আনোয়ারকে। আর সেই মত লাল-হলুদের খেলতে আসছেন ভারতীয় এই ডিফেন্ডার। জানা যাচ্ছে, আনোয়ারকে নিয়ে লাল-হলুদ ক্লাবের রয়েছে পরিকল্পনা। আজ রাতে শহরে পা দিলেও, এক পাঁচতার হোটেলে উঠবেন আনোয়ার। ক্লাব সূত্রের খবর, আগামিকাল রয়েছে আনোয়ারের মেডিক্যাল। মেডিক্যাল পাশ করলেই ইস্টবেঙ্গলের হয়ে সই করবেন ভারতীয় ডিফেন্ডার। আর তারপরই রয়েছে বিশেষ চমক। সোমবার ক্লাব মাঠে রয়েছে ইস্টবেঙ্গলের কলকাতা লিগের ম্যাচ, আর ম্যাচের ফাঁকেই দর্শকদের সামনে নিয়ে আসা হবে আনোয়ারকে। শুধু তাই নয়, ক্লাব , ঘুরিয়ে দেখানো হবে আনোয়ারকে।

এদিকে সূত্রের খবর, আনোয়ারকে দ্রুত মাঠে নামাতে মরিয়া লাল-হলুদ ক্লাব। সব ঠিক থাকলে ডার্বির পাশাপাশি এএফসি ম্যাচে লাল-হলুদ জার্সি পরে মাঠে নামতে পারেন আনোয়ার।

এদিকে শনিবার আনোয়ার ইস্যুতে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির শুনানিতে সব পক্ষের বক্তব্য শোনা হয়। কিন্তু ইস্টবেঙ্গল ও দিল্লি তাদের বক্তব্য লিখিত আকারে জানাতে না পারায় ১০ দিন সময় চেয়েছে। দুই ক্লাবের বক্তব্য জানার জন্য ২০ অগাস্ট পরবর্তী শুনানি হবে। এরপর চূড়ান্ত রায় জানাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। এছারাও জানা যাচ্ছে, নির্বাসনের মুখে পড়তে পারেন জাতীয় দলের ডিফেন্ডার। সেই সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়কে নতুন ক্লাবে সই করানোর দায়ে মোটা অঙ্কের জরিমানা হতে চলেছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র। জরিমানার অঙ্ক হতে পারে ১২-১৩ কোটি টাকা। সূত্রের খবর, এই টাকা কমানোর আর্জি নিয়ে ফেডারেশনের অ্যাপিল কমিটিতেও যেতে পারে ইস্টবেঙ্গল। অথবা, ফিফার দ্বারস্থও হতে পারে তারা। বলতে গেলে আনোয়ারকে নিয়ে সব দিক দিয়েই তৈরি লাল-হলুদ ক্লাব।

আরও পড়ুন- এবার বিনেশকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...