কলকাতা পুলিশের সল্টলেক ব্যারাকে আচমকা হাজির সিবিআই! কেন জানেন?

আর জি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে-পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের “ঠিকানা” ছিল কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য পেয়েছে সিবিআই। এ বার কলকাতা পুলিশের সেই ব্যারাকে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহের জন্যই সল্টলেকের ওই ব্যারাকে গিয়েছ সিবিআই।

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের তদন্ত করছে সিবিআই। এখনও পর্যন্ত গ্রেফতারির হওয়া সঞ্জয় রায় কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়ার হওয়ায় সূত্রেই ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে নিয়মিত যাতায়াত করত। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এই ব্যারাক থেকে কলকাতা পুলিশই তাকে প্রথম গ্রেফতার করে।

পুলিশ সূত্রে আবার জানা গিয়েছে, ঘটনার পরে ফোর্থ ব্যাটেলিয়নে যাওয়ার পর অভিযুক্তকে সেখানকার এক কর্মী আর জি করের ঘটনার কথা জানিয়েছিলেন। তা শুনে সঞ্জয় বলেছিল, ‘‘আচ্ছা, খোঁজ নিয়ে দেখছি।’’

শনিবার সকালে সিবিআইয়ের একটি দল সল্টলেকে ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে যায়। সেখান থেকে তথ্য সংগ্রহ করার কাজ চলছে। ঘটনার পরে অভিযুক্ত যখন ফোর্থ ব্যাটেলিয়নে পৌঁছয়, তখন তার আচরণ কেমন ছিল, সে মত্ত অবস্থায় ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নজরে ৩০ সহকর্মী, আর জি করে নির্যাতিতার পরিবারের অভিযোগ পেয়েই তৎপর CBI