আজও রাত দখল, মহিলা সমাবেশ নিয়ে সতর্ক পুলিশ

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College & Hospital) মহিলা ডাক্তারের ধর্ষণ খুনের ঘটনায় যেভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ সংঘটিত হয়েছে তার জেরে এবার আরও সতর্ক লালবাজার। গত ১৪ অগাস্ট রাতে মহিলাদের সমাবেশের মাঝেই আর জি করে যেভাবে হামলা হয়েছে তাতে পুলিশি ব্যর্থতা সামনে এসেছে বলেই দাবি করছে রাজনৈতিক অরাজনৈতিক মহল। এই আবহে আজ রাতেও মহিলাদের কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। বিকেলে যুবভারতীর সামনে জমায়েতের খবর ছড়িয়েছে সমাজমাধ্যমে। টেকনিশিয়ান স্টুডিও থেকে সিনে অভিনেতাদের মিছিল রয়েছে। রাতে বেলঘরিয়া, রবীন্দ্রসদন, অ্যাকাডেমি সর্বত্র জমায়েতের খবর রয়েছে সমাজমাধ্যমে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য পুলিশের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবারের রাত দখল কর্মসূচিতে কোথায় কোথায় জমায়েত তার বিস্তারিত রিপোর্ট চেয়েছে রাজ্য পুলিশ। শহর কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সর্বত্র জমায়েতের খবর আছে। গত ১৪ অগাস্ট রাতে মেয়েদের রাস্তা দখলের কর্মসূচির মাঝেই একদল উন্মত্ত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল আরজি কর মেডিক্যাল কলেজের চত্বরে৷ তারপর চলে বেলাগাম ভাঙচুর৷ জরুরি বিভাগ অর্থাৎ, যে ভবনের চারতলায় তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, সেখানেই ভাঙচুরের ঘটনা ঘটায় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ওঠে৷ তাই এবার আগে থেকেই সতর্ক পুলিশ।


Previous articleআর জি করে নীরব, বিদেশে শরীরচর্চার ছবি পোস্ট দেবের! বিঁধলেন নেটিজেনরা
Next articleঅডিও ক্লিপে অ.স্ত্র ধরার কথা, ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ: ডার্বি বাতিল নিয়ে জানাল পুলিশ