ভিন রাজ্যের উপরে পেঁয়াজের নির্ভরতা কমাতে চায় রাজ্য। উৎপাদিত পেঁয়াজ মজুত করে রাখতে রাজ্য সরকার আরও ৯১৭ টি পেঁয়াজের গোলা তৈরি করবে। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, মালদার মত দশটি জেলায় এই গোলা তৈরির জন্য ইতিমধ্যেই ৭৫০টি আবেদন জমা পড়েছে বলে কৃষি বিপণন দফতর সূত্রে জানা গিয়েছে।

৪০০ টি গোলা তৈরির ছাড়পত্র ইতিমধ্যেই দিয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে গোলাগুলি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জন্য উদ্যোগীদের বিশেষ অনুদান দিতে রাজ্য সরকার ৬ কোটি টাকা বরাদ্দ করেছে।