Wednesday, August 27, 2025

এবার কেন্দ্রের বঞ্চনার জেরে রাজ্যে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা আধুনিকীকরণ প্রকল্পে জটিলতা

Date:

Share post:

একশ দিনের কাজ, আবাস যোজনার পর এবার কেন্দ্রের বঞ্চনার জেরে রাজ্যে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা আধুনিকীকরণ সংক্রান্ত প্রকল্পের রূপায়নে জটিলতা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার ওই খাতে বরাদ্দ না দেওয়ায় রাজ্যে বিদ্যুতের স্মার্ট মিটার কাজের অগ্রগতিও ব্যাহত হচ্ছে বলে বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে। বিদ্যুৎ বণ্টন ক্ষেত্রে কারিগরি ও বাণিজ্যিক ক্ষতি কমানো এবং বণ্টন ব্যবস্থার আধুনিকীকরণের কাজ,বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরির কাজ নিয়েও জটিলতা তৈরি হচ্ছে। জানা গেছে রাজ্যে ‘পিএম সূর্য ঘর’ প্রকল্প কার্যকর না করলে বিদ্যুৎ ক্ষেত্রে আধুনিকরণে গৃহীত প্রকল্পে বরাদ্দ দেওয়া হবে না বলে কেন্দ্রের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে। এর কড়া প্রতিবাদ করে রাজ্য জানিয়েছে, তিন বছর আগে ওই প্রকল্প চালু হওয়ার সময়ে এ রকম কোনও পূর্ব শর্ত ছিল না।মাঝপথে এই শর্ত চাপিয়ে দেওয়া কিছুতেই মানা হবে না বলে কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য বিদ্যুৎ বণ্টন ব্যবস্থায় ক্ষতি কমানো, স্মার্ট মিটার বসানো ও আধুনিকীকরণের জন্য ২০২১ সালের জুলাইতে কেন্দ্রীয় সরকার আরডিএসএস প্রকল্প নিয়ে আসে। এর আওতায় পাঁচ বছরের জন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা মোট ১১,৮৯৫ কোটি টাকার প্রকল্প তৈরি করে। তার মধ্যে প্রথম পর্যায়ে ৪,১০০ কোটি টাকার মতো প্রকল্প অনুমোদিত হয়েছে।যার ৬০% বা ২,৪০০ কোটি টাকার সামান্য বেশি কেন্দ্রের দেওয়ার কথা। রাজ্য সরকার ও বণ্টন সংস্থা দেবে যথাক্রমে ২৫% ও ১৫% অর্থ।তার মধ্যে কেন্দ্র এখনও পর্যন্ত দিয়েছে ৪০০ কোটি টাকা। চলতি মাসেই দিল্লি থেকে চিঠি এসেছে, রাজ্যে পিএম সূর্য ঘর প্রকল্প কার্যকর করার চুক্তি না করলে তারা আর কোনও টাকা দেবেনা।

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...