Sunday, November 9, 2025

সোশ্যাল মিডিয়ায় মিমিকে ধর্ষণের হুমকি, পদক্ষেপ পুলিশের সাইবার ক্রাইম শাখায়

Date:

Share post:

আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর ১৪ আগস্ট মেয়েদের রাত দখল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। পথে নেমেছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তারপরই সোশ্যাল মিডিয়ায় সরাসরি হুমকির মুখে পড়তে হয় মিমিকে। এক্স হ্যান্ডলে সেই হুমকির স্ক্রিনশট তুলে ধরেন অভিনেত্রী। পাশাপাশি পোস্টটি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে ট্যাগ করেন তিনি।

ঠিক কী ঘটেছিল? আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামার পর মিমিকে হুমকি দিয়ে লেখা হয়, “আজ এই কাণ্ড যদি মিমির (Mimi Chakraborty) সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।” অন্য একজন লেখেন, “ধর্ষণটা মিমির সঙ্গে হলে ভাল হত।” এমন পোস্ট চোখে পড়তেই দেরি না করে মিমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান।

বিষয়টি নিয়ে মিমি এক্স হ্যান্ডেলে লেখেন, “সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্যে করেছে। এ বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ওই সকল অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার। কারণ, তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মোডে চলে গেছে।”

এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, “আমরা কী এই কারণে লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডালভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?” অভিনেত্রীর অভিযোগ পাওয়ার পর পদক্ষেপ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:আর জি করের আন্দোলনে হেঁটেছিলেন, ডাক্তারদের কর্মবিরতির মুমূর্ষু বাবার চিকিৎসা থমকে!

 

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...