Saturday, August 23, 2025

হেরে যাওয়ার ভয়! হরিয়ানার ঘোষিত নির্বাচনের দিন বদলের আর্জি বিজেপির

Date:

Share post:

নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে সেই দিন বদলের আর্জি জানাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। হরিয়ানা নির্বাচনের আগে এই আর্জি করে কার্যত নিজেদেরই মুখ পোড়াল বিজেপি। কেন্দ্র তথা হরিয়ানার ক্ষমতাসীন দলের আর্জিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষার মাঝেই বিজেপির এই পদক্ষেপে একযোগে কটাক্ষে বিরোধীরা।

হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি মোহনলাল বড়োরি নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন, ভোটের দিন বদলের জন্য। তাঁর বক্তব্য, ২৮-২৯ সেপ্টেম্বর পড়েছে শনি ও রবিবার। মাঝে ৩০ সেপ্টেম্বর বাদ দিলেই ১ অক্টোবর পড়ছে ভোটের দিন। তবে তার পরের দুই দিন গান্ধী ও অগ্রসেন জয়ন্তী। উল্লেখ্য, ভোটের দিনও ছুটি থাকে। বিজেপির দাবি, ৩০ সেপ্টেম্বর বাদ দিলে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ছুটির আবহ। তাই অনেকে ছুটিতে বাইরে কোথাও চলে যেতে পারে। ভোটদান থেকে বিমুখ হতে পারেন ভোটাররা। ফলে ভোটের হার কম হবে। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ভোটের দিন বদলের আবেদন জানিয়েছে অখিল ভারতীয় বিষ্ণোই মহাসভাও। সংগঠনের বক্তব্য, ১ অক্টোবর রাজস্থানের বিকানিরে তাঁদের সম্প্রদায়ের বড় ধরণের মেলা হয়। ওই মেলায় অংশ নিতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

বরাবর নির্বাচনে ভোটদানের হারের দিকে নজর রাখা নির্বাচন কমিশনকে সঠিক জায়গাতেই ঘা দিয়েছে বিজেপি। কেন্দ্রের এজেন্সিগুলিকে বরাবর নিয়ন্ত্রণ করা মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে সংখ্যা গরিষ্ঠতা হারানোয় বিরোধীদের দাবির কাছে মাথা নামাতে বাধ্য হয়েছে বিজেপি। তাই হরিয়ানায় গদি হারানোর ভয়ে অন্যপথে নিয়েছে নওয়াব সিং সাইনির দল।

বিজেপির এই আবেদনের পরে হাত শিবিরের কটাক্ষ, ভোটের দিন ঘোষণার এতদিন পরে বিজেপির চোখে পড়ল লম্বা ছুটির মাঝে ভোট? কংগ্রেসের দাবি, নির্বাচন নির্ঘণ্ট প্রকাশের পর থেকে গেরুয়া শিবির বুঝে গিয়েছে পরাজয় নিশ্চিত। তাই ভোট বানচাল করতে চাইছে। পাশাপাশি আপের দাবি, হরিয়ানার মানুষের জন্য উন্নয়নে এতটাই ব্যর্থ বিজেপি, যে এবার মানুষ তাদের বিমুখ করতে চলেছে। ভোটের দিন বদলের আর্জি বুঝিয়ে দিয়েছে, বিজেপিও নিজেদের হার নিয়ে নিশ্চিত হয়ে গিয়েছে।

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...