Friday, December 19, 2025

মেঘালয় বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাধিয়ারানি সাংমা

Date:

Share post:

মেঘালয় বিধানসভা উপনির্বাচনে গামবেগড়ে থেকে প্রার্থী করা হল সাধিয়ারানি সাংমাকে। শুক্রবার এআইটিসি প্রেস বিবৃতি দিয়ে ঘোষণা করেছে, মেঘালয়ের বিধানসভা উপনির্বাচনে ৫৬- গামবেগড়ে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাধিয়ারানি।

এর আগে বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন তৃণমূলের মুকুল সাংমা। ওই রাজ্যের একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন পেয়েই বিরোধী দলনেতা হয়েছেন তিনি। মেঘালয় বিধানসভা সচিবালয় থেকে মুকুলের নয়া পদ নিয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই বাংলা থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক এক্স হ্যান্ডেলে তার পোস্টে আশা প্রকাশ করেছেন, মেঘালয়ের মানুষের অধিকার রক্ষার জন্য মুকুল নিশ্চিত ভাবেই তার স্বর তুলবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর অভিষেকের লক্ষ্য ছিল, বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের ভোটে লড়েছিল তৃণমূল। গোয়া এবং ত্রিপুরায় সাফল্য না পেলেও মেঘালয়ে পাঁচটি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস।

মেঘালয়ের সবুজ শিবিরের পক্ষ থেকে আগেই মুকুল জানিয়েছিলেন,গামবাগড়ে কেন্দ্রে উপনির্বাচনের জেনিথ সাংমার স্ত্রী সাধিয়ারানার নাম ভাবা হয়েছে।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়য়ের গ্রিন সিগন্যালের অপেক্ষা। অবশেষে মিলল সেই সিলমোহর।

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...