বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল শালিমারগামী লোকাল ট্রেন!

ফের রেলের গাফিলতি প্রকাশ্যে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শালিমারগামী লোকাল ট্রেন। দিকনির্দেশের জন্য ব্যবহার করা লোহার অ্যাঙ্গেল বেতর লেভেল ক্রসিংয়ের কাছে সিগনাল পোস্ট থেকে বিপজ্জনক ভাবে বেরিয়ে থাকায় তাতেই ঘষা লাগে সাঁতরাগাছি থেকে রওনা দেওয়া ট্রেনের। যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, আহত হতে পারতেন যাত্রীরা। ঘটনার গুরুত্ব বুঝে ট্রেন থামিয়ে দেন চালক। প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। দক্ষিণ-পূর্ব রেলের ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে ওই অ্যাঙ্গেল কেটে ফেলেন। এরপর স্বাভাবিক হয় রেল পরিষেবা।

এই প্রসঙ্গে যাত্রীরা বলেন, ওই লাইনে অনেক ট্রেন চলে। তা সত্বেও এমন গাফিলতি কী করে হল? রেলের রক্ষণাবেক্ষণের অভাবের জন্যেই এমন ঘটনা বলে অভিযোগ করেন তাঁরা। এই গাফিলতির জেরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। রবিবার অন্য দিনের তুলনায় ট্রেনে অপেক্ষাকৃত কম ভিড় থাকায় বড় ধরনের বিপত্তি ঘটেনি। অন্য দিন হলে দরজায় ঝুলতে থাকা যাত্রীরা অনেকেই এর ফলে গুরুতর জখম হতে পারতেন। রেলের এইরকম গাফিলতির জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।


Previous articleআরজি কর নিয়ে সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ হচ্ছে, ধরনা মঞ্চে সোচ্চার চন্দ্রিমা
Next articleশৌচাগারে বোমের চিঠি! ঘুরিয়ে দেওয়া হল ইন্ডিগো-র বিমান