‌বাড়ল দায়িত্ব, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান হলেন আলাপন বন্দোপাধ্যায়

পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান হলেন আলাপন বন্দোপাধ্যায়। ম্যানেজিং ডিরেক্টর হলেন বন্দনা যাদব। এর আগে নিগমের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন রোশনি সেন। বন্দনা যাদব শিল্প দফতরের সচিবের দায়িত্বে রয়েছেন। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। রোশনি সেনের হাতে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব আসার আগে বন্দনা যাদবই এই পদে ছিলেন। উল্লেখ্য, রাজ্যের শিল্পোন্নয়নে আলাপন বন্দোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলেই, তাঁকে চেয়ারম্যান করা হয়েছে।

আরও পড়ুন- ‘অপরাজিতা’ বিল পাশের পরে সোমে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

 

Previous articleকালীঘাটের কাছে ২-১ গোলে হার বাগানের
Next articleসোমে আর জি কর মামলার সুপ্রিম-শুনানি