আগামী দু’ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি কলকাতায়! সতর্কতা হাওড়াতেও

আবহাওয়ার বড়সড়ো বদল। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা। মহানগরীর পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস(Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা-সহ বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শক্তি হারিয়ে নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও পশ্চিমবঙ্গ থেকে দূরে চলে যেতে যেতেও কিছুটা বৃষ্টি দিয়ে যাবে বাংলাকে।উত্তরবঙ্গেও আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ সঙ্গে ভ্যাপসা গরম। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।


Previous articleযুগের অবসান, প্রয়াত বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন; শোকপ্রকাশ কুণালের
Next article‘ইয়াগি’ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভিয়েতনাম! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা