প্রাক পুজো প্রস্তুতি শুরু, শনি-রবিতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত

বাঙালি শ্রেষ্ঠ উৎসব আসতে আর মাত্র ২৫ দিন বাকি। আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের আবহে এই মুহূর্তে রাজ্যবাসীর মন ভাল নেই। কিন্তু দুর্গাপুজো তো আর থেমে থাকবে না, রাস্তাঘাটে আস্তে আস্তে কেনাকাটার ভিড় বাড়ছে। তাই চলতি সপ্তাহ থেকেই উইকেন্ডে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। আগামিকাল অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার থেকে অতিরিক্ত মেট্রো চলবে।

মেট্রোরেলের (Metro Rail) তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে বাড়তি ২৮টি মেট্রো চলবে। তারপরের দুই শনিবার অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর এই সংখ্যাটা আরও বাড়বে।এই দু’টি শনিবার বছরের অন্যান্য সময়ের তুলনায় ৫৪টি বাড়তি মেট্রো চালাবে রেল। অর্থাৎ বছরের অন্য সময় শনিবার এই নর্থ-সাউথ করিডরে সারাদিনে ২৩৪টি মেট্রো চলে যা বেড়ে ২৮৮ হবে। রবিবার এই করিডরে ১৩০টি মেট্রো যাতায়াত করলেও ১৫, ২২, ২৯ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর—এই চারটি রবিবারে বাড়তি পরিষেবা পাবেন যাত্রীরা, চলবে ১৯৬টি মেট্রো। প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে পরিবর্তন হবে না। মাঝের সময়টার জন্য নতুন সূচি দ্রুতই মেট্রো স্টেশনগুলিতে উপলব্ধ হবে।


Previous articleআবগারি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন অরবিন্দ কেজরিওয়ালের
Next articleআজ থেকে শুরু আইএসএল, মুখোমুখি মোহনবাগান-মুম্বই, তৈরি সবুজ-মেরুন