রোহিতের মুম্বই ছাড়ার জল্পনার মধ্যেই হিটম্যানের ‘দল-প্রীতি’র কথা পীযূষের মুখে

মুম্বই ইন্ডিয়ান্সের বোলার পীযুষ বলেন, “আমি রোহিতের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি।

২০২৫ আইপিএল-এর আগেই বসতে চলেছে আইপিএল-এর বড় নিলাম। এই নিলামে অদল-বদল হতে চলেছে বেশ কয়েকটি দলে। যার মধ্যে সব থেকে বড় নাম রোহিত শর্মা। জানা যাচ্ছে, এবার দলবদল করতে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। গত মরশুম থেকেই আলোচনার কেন্দ্রে মুম্বই। রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতা করে আনে মুম্বই। এরপর জল অনেক দূর গড়ায়। এই বছর আর মুম্বইয়ের হয়ে রোহিত খেলবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই আবহের মধ্যে রোহিতের মুম্বই নিয়ে ভালোবাসার কথা জানালেন তাঁর দলের সতীর্থ পীযুষ চাওলা।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলার পীযুষ বলেন, “আমি রোহিতের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। বিভিন্ন বয়সে খেলেছি। মাঠের বাইরেও আমাদের সম্পর্ক ভাল। রাত আড়াইটের সময় ও আমাকে জিজ্ঞেস করত জেগে আছি কি না। জেগে থাকলে তখনই শুরু হয়ে যেত পরিকল্পনার কাজ। কীভাবে ডেভিড ওয়ার্নারকে আউট করা যাবে তাই নিয়ে আলোচনা হত। অত রাতেও ও আমার থেকে সেরাটা বার করে নেওয়ার পরিকল্পনা করত ।” এখানেই না থেমে চাওলা আরও বলেন, “ কেউ দলের অধিনায়ক হয়, কেউ কেউ আবার দলকে এগিয়ে নিয়ে যায়। রোহিত সেই রকম নেতা, যে দলকে এগিয়ে নিয়ে যায়। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ হোক, বা এই বছরের টি-২০ বিশ্বকাপ, রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দলকে। যেভাবে ব্যাট করেছে, তাতে বাকিদের কাজটা সহজ হয়ে গিয়েছে। ও সত্যিকারের নেতা। দলের সকলকে নিজের মতো খেলতে দেয় রোহিত।”

আরও পড়ুন- ফের নজির রোনাল্ডোর, তবে এবার আর মাঠে নয়, মাঠের বাইরে


Previous articleশিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল ৩৮টি লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কা
Next articleঅতিমারি ফেরার আশঙ্কা! চিনেই তৈরি কোভিডের মহৌষধ ‘ন্যানোভ্যাক্সিন