বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি শুরু ভারতের, নেটে দীর্ঘক্ষণ ব্যাট বিরাটের : সূত্র

১৯ সেপ্টেম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে গৌতম গম্ভীরের দল। আর সেই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিল টিম। রোহিত শর্মা-বিরাট কোহলিদের নিয়ে অনুশীলনে নামেন গম্ভীর। ক্লোজড ডোর অনুশীলন করান টিম ইন্ডিয়ার হেড কোচ। মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে নেমেছিল ভারত। এবার ফের লাল বলের অভিযান শুরু। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে। পরের টেস্ট কানপুরে।

জানা যাচ্ছে, দলীপ ট্রফিতে যারা খেলছেন তাদেরকে বাদ দিয়ে বাকিদের নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন গম্ভীর। সূত্রের খবর, প্রথম দিন নেটে ৪৫ মিনিট অনুশীলন করেছেন কোহলি। প্রায় ন’মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক । শেষবার কোহলিকে টেস্টে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অন্যদিকে বল হাতেও নাকি নেমে পড়েন যশপ্রীত বুমরাহ। তিনিও নেটে অনেকক্ষণ বল করেছেন বলেই খবর। টি-২০ বিশ্বকাপের পর মাঠে ফিরতে চলেছেন বুমরাহ। টেস্ট মরশুমের কথা ভেবে জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে খেলায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বুমরাহ ছাড়াও অনুশীলনে ছিলেন ঋষভ পন্থ, লোকেশ রাহুল।

আরও পড়ুন- আনোয়ার নিয়ে বড় আপডেট, ফেডারেশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের


Previous articleসংসদীয় স্থায়ী কমিটিতে কি তৃণমূলকে বঞ্চনা করা হবে?
Next articleএবার বিধানসভার অভ্যন্তরে স্টল খুলল তন্তুজ, কেনাকাটার সুযোগ পাবেন আম-জনতাও