নিম্নচাপের জেরে বৃষ্টি বিধ্বস্ত দক্ষিণবঙ্গে আপাতত রোদেলা সকাল। হাওয়া অফিস (Weather Department) বলছে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার থেকেই তা ফের ঊর্ধ্বমুখী। বেলা বাড়তেই শুরু আর্দ্রতাজনিত অস্বস্তি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। তবে শুক্র এবং শনিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলায় বৃষ্টি হবে। আজ কলকাতার আবহাওয়ার উন্নতি, শনিবার নাগাদ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ থাকবে।

