Monday, May 19, 2025

পোস্টমর্টেম রিপোর্টে রয়েছে R G Kar-এর নয়া কমিটির ৩ জুনিয়র ডাক্তারের স্বাক্ষর!

Date:

Share post:

আর জি কর-এর নতুন কমিটিতে পাঁচজন ডাক্তার রয়েছেন, যাঁরা ৯ তারিখ পোস্টমর্টেম সময় উপস্থিত ছিলেন এবং রিপোর্টে স্বাক্ষর করেছিলেন। পোস্টমর্টেম রিপোর্টে নাকি কারসাজি হয়েছে, এই অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। অথচ তাঁদের প্রতিনিধিরাই সেদিন ছিলেন পোস্টমর্টেমের সময়।

এই বিষয় নিয়ে দুটি নথি সামনে এসেছে। একটিতে সেদিন ময়নাতদন্তের সময় যাঁরা ঘরের ভিতর উপস্থিত ছিলেন এবং রিপোর্টে সন্তোষ প্রকাশ করে স্বাক্ষর করেছিলেন। আরেকটিতে রয়েছে নতুন কমিটিতে যাঁরা রয়েছেন তাঁদের নামের তালিকা। এর মধ্যে ৩ জন জুনিয়র ডাক্তার এমন রয়েছেন যাঁরা সেদিন পোস্টমর্টেম রুমে উপস্থিত ছিলেন। তাহলে কীসের ভিত্তিতে এই ময়নাতদন্তের রিপোর্টে কারসাজি হয়েছে বলে অভিযোগ করছেন জুনিয়ার ডাক্তাররা? তাঁদের প্রতিনিধিরাই তো সেদিন ওই নথিতে স্বাক্ষর করেছেন। উপস্থিত ৩ জন জুনিয়র ডাক্তারের মধ্যে কমপক্ষে তিনজন নবগঠিত আর জি কর ডাক্তার কমিটিতে রয়েছেন।

মৃতা চিকিৎসক-পড়ুয়ার ময়নাতদন্তে রিপোর্ট যদি হয়ে থাকে তাহলে ওই জুনিয়র ডাক্তাররা তাতে স্বাক্ষর করলেন কেন? যদি সেই স্বাক্ষর করতে তাঁদের কেউ চাপ দিয়ে থাকেন তাহলে একান্ন দিনের কর্মবিরতিতে ডজন ডজন সাংবাদিক বৈঠক এবং শ’খানেক সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেওয়ার সময় কেন সে কথা জানালেন না পোস্টমর্টেমের রুমে থাকা জুনিয়র ডাক্তাররা?

ময়নাতদন্তে রিপোর্টে যদি কেউ কারসাজি করে থাকেন তাহলে সেই রিপোর্টে স্বাক্ষর করা জুনিয়র ডাক্তাররা কি নিজেদের নির্দোষ দাবি করতে পারেন? এই ৩ জুনিয়র ডাক্তারকে পোস্টমর্টেম রুমের ভিতরে পাঠানো হয়েছিল আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব করার জন্য এই আশা নিয়ে যে তাঁরা “ন্যায়ের পক্ষে” থাকবে। তারা ময়না তদন্তের পুরো প্রক্রিয়া দেখতে এবং সবকিছু ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে সেখানে ছিলেন। তাহলে এখন তাঁরা কেন বলছেন পোস্টমর্টেম রিপোর্টে কারসাজি হয়েছিল? যদি হয়ে থাকে এবং তাঁরা সই করায় এই কারসাজিল অঙ্গ তো তাঁরাও। নতুন কমিটির কাছে এ বিষয়ে তাঁরা কি জবাবদিহি করবেন!

আরও পড়ুন- সুপ্রিম শুনানির আগের রাতে শহরে মশাল মিছিল জুনিয়র ডাক্তারদের, রাজপথে সাধারণ মানুষও

 

 

spot_img

Related articles

ব্যারাকপুর, শেওড়াফুলি! জ্যোতির ভ্লগে শহরের গুরুত্বপূর্ণ এলাকা

ট্রাভেল ব্লগারের নামে দেশের সেনার গোপণ তথ্য ফাঁস পাকিস্তানের গুপ্তচরদের কাছে। দেখলে মনেই হবে না কোনও তথ্য ফাঁস...

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...