ব্যস্ত সময়ে শহরে মারাত্মক বাস দুর্ঘটনা। দুই বাসের রেষারেষির জেরে মুখোমুখি সংঘর্ষে (head on collision) আহত অন্তত ১২ জন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় শাসন থানার পুলিশ (Sashan police station)।

সোমবার সকাল ১০টা নাগাদ শাসনের দিক থেকে করুণাময়ীর (Karunamayee) দিকে যাচ্ছিল ২১১ রুটের বাস ও চাকলা-করুণাময়ী রুটের দুটি বাস। প্রথম থেকেই বাস দুটি পরস্পরের মধ্যে রেষারেষি করছিল। রাজারহাটের খড়িবাড়ির (Kharibari) কাছে চালকা-করুণাময়ী রুটের বাসটি হঠাৎই ২১১ বাসটিকে ওভারটেকের চেষ্টা করে। সেই সময় উল্টোদিক থেকে একটি ২১১ রুটের বাস আসছিল।

চাকলা-করুণাময়ী রুটের বাসটির মুখোমুখি ধাক্কা মারে ২১১ রুটের বাসটি। ঘটনাস্থলেই গুরুতর আহত হন একটি বাসের চালক সহ ১০ থেকে ১২ জন যাত্রী। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে ভর্তি করেন স্থানীয় হাসপাতালে। ঘটনার কারণে খড়িবাড়ি এলাকায় যানজট তৈরি হয়।
