Tuesday, August 12, 2025

অপ্রত্যাশিত ধীরগতি! হরিয়ানার গণনায় কংগ্রেসের কাঠগড়ায় কমিশন

Date:

Share post:

বুথ ফেরৎ সমীক্ষাকে উল্টে দিয়ে হরিয়ানার (Haryana) বিধানসভা নির্বাচনে (Assembly Election) জয়ের পথে বিজেপি। গণনার শুরুতে কংগ্রেসের (Congress) পক্ষে ফলাফলের যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, সময় এগোনোর সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে ফলাফল। আর তাতেই কারচুপির অভিযোগে সরব কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের (Jairam Ramesh) দাবি ভোট গণনার গতি অপ্রত্যাশিতভাবে কমিয়ে দিয়ে ভোট গণনা প্রভাবিত করে নির্বাচন কমিশন (Election Commission of India)। এই অভিযোগ জানিয়ে কমিশনে মেল করেন তিনি। বিকাল ৩টে পর্যন্ত বিজেপির পক্ষে ৫০ টি আসনে জয়ের সম্ভাবনা দেখালেও ৯০ আসনের মধ্যে মাত্র ২১ টি আসনে ফলাফল ঘোষণা করার ঘটনায় সেই সন্দেহ আরও ঘনিভূত হয়, দাবি হরিয়ানা কংগ্রেসের।

হরিয়ানায় পরপর দুবার ক্ষমতায় থাকা বিজেপি (BJP) জমানার ইতি টেনে বিরোধীরা ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী ছিলেন কংগ্রেস নেতারা। রীতিমত মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গিয়েছিল কংগ্রেস শিবিরে, যখনই বুথ ফেরৎ সমীক্ষা কংগ্রেসের পক্ষে ফলাফল দেখায়। তবে গণনা এগোনোর পরে বিজেপির দিকে জয়ের পাল্লা ভারী হওয়া শুরু হতেই মুখ খোলে আম আদমি পার্টি (AAP)। আপ নেতাদের দাবি, কংগ্রেসের অতিরিক্ত আত্মবিশ্বাস এই ফলাফলের জন্য দায়ী। কার্যত হরিয়ানায় জোট না হওয়ার দায় কংগ্রেসের ঘাড়ে চাপায় তারা।

যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ভোট গণনার কারচুপিতে দায়ী নির্বাচন কমিশন। আর তার জন্যই সংবাদ মাধ্যমে বা সর্বত্র ভুল বার্তা ছড়াচ্ছে হরিয়ানা নির্বাচনের ফলাফল নিয়ে। আদতে কংগ্রেসই এই নির্বাচনে জিতছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, গণনাকেন্দ্রে যেভাবে ভোটের ফলাফল বেরোচ্ছে সেইভাবে কমিশন ফলাফল আপলোড (upload) করছে না। যদি তা করা হত, তাহলে কংগ্রেসের (Congress) জয় সহজেই প্রকাশ্যে আসত। একই দাবি করেন হরিয়ানার কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। এভাবেই গণনাকে প্রভাবিত করে বিজেপির জয় দেখানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন (ECI), দাবি হুডার।

জয়রাম রমেশের (Jairam Ramesh) অভিযোগের উত্তরে নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে গণনা প্রক্রিয়া ধীরগতিতে হচ্ছে না আদৌ। প্রতি পাঁচ মিনিট অন্তর তথ্য আপডেট (update) করা হচ্ছে। বেলা ২টো পর্যন্ত হিসাব অনুযায়ী ২৫ রাউন্ডের গণনা সম্পূর্ণ হয়েছে বলেও দাবি করা হয় কমিশনের তরফে।

spot_img

Related articles

SIR-র বিরুদ্ধে প্রতিবাদ, হাইকোর্টের সামনেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা মহিলার! 

ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ কেন? মঙ্গলের সকালে হাইকোর্ট (Calcutta High Court) চত্বরেই এসআইআরের (SIR) প্রতিবাদে...

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...