Wednesday, January 14, 2026

শীতের শিরশিরানি শুরু, সাগরের নিম্নচাপের টানে গতি পেল উত্তুরে হাওয়া

Date:

Share post:

ভোররাতে হালকা ঠাণ্ডার আমেজ (Winter) চোখ টেনে নিয়ে যাচ্ছে ক্যালেন্ডারের দিকে। এক সপ্তাহ পরেই নভেম্বরের সূচনা। শীত পড়বে কবে? দুর্গাপুজোর পর থেকে আচমকা বদলে যাওয়া আবহাওয়া (Change of Weather) ইঙ্গিত দিতে শুরু করেছে। মঙ্গলের সূর্যোদয়ের আগে থেকেই বাতাসে বেশ শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। মনে করা হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপেই বাংলায় আসার গতি বাড়ালো উত্তুরে হাওয়া। দীপাবলিতে হালকা চাদর কিংবা স্কার্ফ জড়িয়েই নিশিযাপনের আভাস মিলছে। কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা নামল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আরও পারদ পতন। শীত আসছে!

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ডানা (Dana)। আবহাওয়া দফতর বলছে, বুধবার থেকেই মেঘ ঢুকতে শুরু করবে বাংলার আকাশে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা। এখনও পর্যন্ত যা গতি প্রকৃতি তাতে আগামী ২৪ অক্টোবর মাঝরাতে বা শুক্রবার ভোরের দিকে পুরী ও সাগরদ্বীপের কাছে ধামরা বন্দরের কাছে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটারের কাছাকাছি। হাওয়া অফিসের অনেকেই মনে করছেন, নিম্নচাপের কারণেই উত্তুরে হাওয়া তার গতিবেগ বৃদ্ধি করেছে। এর জেরে সোমবার রাত থেকে জেলায় জেলায় কমেছে তাপমাত্রা। সপ্তাহ জুড়ে এই আমেজ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। ভোরের দিকে হালকা শিরশিরানি অনুভূতি থাকছে। বেলা বাড়লে রোদ ঝলমলে পরিষ্কার আকাশে গরমের দাপট ততটা নেই। দিনভর মেঘ-রোদের লুকোচুরি চলবে, যার জেরে কিছুটা হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই মত আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। পুরুলিয়ার তাপমাত্রার পারদ নামল ২০ ডিগ্রিতে। বাঁকুড়াতেও হালকা শীতের আমেজ উপভোগ করছেন জেলার মানুষ। উত্তরবঙ্গে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলায় খুশি পর্যটকরা। আগামী দুদিন উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

 

spot_img

Related articles

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...