Wednesday, January 14, 2026

স্থলভাগে ঢুকল ঘূর্ণিঝড় ‘ডানা’, শুরু হয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া

Date:

Share post:

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওড়িশার বালেশ্বর ও ধামারার কাছে স্থলভাগে ঢুকে পড়ল প্রবল ঘূর্ণিঝড় (Cyclone) ‘ডানা’। প্রায় তিন-চার ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফলের প্রক্রিয়া। তবে ঘূর্ণিঝড়ের যে Eye অর্থাৎ কেন্দ্র- সেটি স্থলভাগ ছুঁতে এখনও বেশ কয়েক ঘণ্টা বাকি। ইতিমধ্যেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে বালেশ্বর সহ সংলগ্ন এলাকায়। সারা অঞ্চল বিদ্যুৎহীন। ল্যান্ডফল (Landfall) শুরুর সময় গতিবেগ ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা। ল্যান্ডফল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রে উত্তাল। দীঘা, মন্দারমণি-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ উপকূল অঞ্চলে সমুদ্রের পারে কাউকে যেতে দেওয়া হচ্ছে না সতর্ক প্রশাসন রয়েছেন নিরাপত্তা রক্ষীরা।হাওয়া অফিসের পূর্বাভাস মতো নিজের তাণ্ডব দেখাতে শুরু করল এই ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার মধ্যরাতে ওড়িশার (Orissa) বালেশ্বর থেকে ধামারার মধ্যে ‘ডানা’র ল্যান্ডফল শুরু হল। সারারাত ধরেই প্রক্রিয়া চলবে বলে মনে করা হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোসাগরে তীব্র ঘূর্ণিঝড় (Cyclone) ডানার সর্বোচ্চ গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে মধ্যরাতে এর গতিবেগ কমে সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে। ১-২ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। ০.৫-১ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনও রয়েছে। কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।







spot_img

Related articles

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...

সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রি, শনিবার পর্যন্ত রাজ্যে কুয়াশার দাপট

মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক 'বিশ্রাম' নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের...

মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার গর্ব বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...