ব্যস্ত জীবনের যান্ত্রিকতার বন্ধনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা শহরবাসিকে হঠাৎ করেই কুরুক্ষেত্রের ফ্ল্যাশব্যাকে নিয়ে গেল বাগবাজার দিশা কালচারাল অ্যাকাডেমির (Bagbazar Disha Cultural Academy) বার্ষিক অনুষ্ঠান। সংস্থার কর্ণধার নন্দিনী সাহা (Nandini Saha) ও পরিচালক-কোরিওগ্রাফার প্রতাপ রায়ের (Pratap Roy) উৎসাহে ২৭ অক্টোবর রবিবার পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হলো সৃজনশীল ও ভরতনাট্যম নৃত্যের সমাগম – পাঞ্চালি(কুরুক্ষেত্রের নেপথ্যে)। অংশগ্রহণের দেড়শোর বেশি ছাত্রছাত্রী। কালী (Kalipuja) আরাধনার প্রাক্কালে পুরাণের অন্যতম নারী চরিত্রের বৈপ্লবিক পুনরাগমনে মুগ্ধ দর্শক।

সৃষ্টিশীলতার উদ্ভাসনে একরাশ খোলা হাওয়া উপহার দিল রবিবারের সন্ধে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাতা রামালিঙ্গম, অর্কদেব ভট্টাচার্য, অর্ণব বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী দিশা মন্ডল ও সিনে গিল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি বিপু জন।
