Friday, January 2, 2026

লেডিস কামরায় পুরুষদের ওঠা বন্ধ করতে ১৩৯ ডায়াল করার পরামর্শ রেলের

Date:

Share post:

ট্রেনে লেডিস কামরায় কিছু পুরুষের উঠে পড়া নিয়ে নিত্যদিন ঝামেলা লেগেই থাকে। তবু এই অভ্যাস বদলানো যায়নি। এবার বিষয়টি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রেল।মহিলা যাত্রীদের ১৩৯ ডায়াল করার পরামর্শ দিয়েছে রেল। এর ফলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে আরপিএফ।

অভিযোগ, শুধুমাত্র লেডিস কামরা, এমনকী লেডিস স্পেশ্যালে উঠে পড়েই ক্ষান্ত থাকেন না কিছু পুরুষ। মহিলা যাত্রীদের সঙ্গে দুর্বব্যহার করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, গত একমাসে হাওড়া, শিয়ালদহ, মালদহ এবং আসানসোলে অভিযান চালিয়ে লেডিস কামরায় ওঠার অভিযোগে ১৪১৩ জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

শনিবার এক বিবৃতিতে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন,কিছু পুরুষ যাত্রী ইচ্ছে করে মহিলা কোচে ওঠেন। বারণ করা সত্ত্বেও শোনেন না। বাধ্য হয়ে রেলকে অভিযান চালাতে হচ্ছে।রেল সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে অভিযান চালিয়ে হাওড়া থেকে ২৬২ জন, শিয়ালদহ থেকে ৫৭৫ জন, মালদহতে ১৭৬ জন, আসানসোলে প্রায় ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিন ভিডিও বার্তায় রেলকর্তা কৌশিক মিত্র বলেন, আগে তুলনায় ট্রেনের সংখ্যা বেড়েছে।ট্রেনে কোচের সংখা বেড়েছে। তবু কিছু পুরুষ যাত্রী ইচ্ছাকৃতভাবে মহিলা কোচে উঠে পড়েন। এদের শায়েস্তা করতেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।এই বিষয়ে মহিলা যাত্রীদের উদ্দেশ্যে রেল কর্তার অনুরোধ, লেডিস কোচে পুরুষ যাত্রী দেখলেই ১৩৯ নম্বরে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে। একই সঙ্গে পুরুষ যাত্রীদের উদ্দেশ্যেও রেলের অনুরোধ, এভাবে নিজেদের সামাজিক সম্মান নষ্ট করবেন না। ধরা পড়লে মোটা টাকা জরিমানা নেওয়া হবে বলেো জানিয়েছে রেল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...