Monday, November 10, 2025

প্লাস্টিক মজুত রাখবেন না: বড়বাজারে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, সমস্যায় FIR-এর পরামর্শ

Date:

Share post:

ঘিঞ্জি এলাকায় জড়ো করা থাকে প্লাস্টিক। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে অহরহ। একই সঙ্গে এর জেরে আগুন লাগলে সমস্যায় পড়ে দমকল। পোস্তা বাজারের পুজো উদ্বোধনে গিয়ে প্লাস্টিক মজুত না রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এদিন, পোস্তা বাজারের পুজো উদ্যোক্তা ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, বড়বাজার-জোড়াসাঁকো-পোস্তা এলাকায় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আপনারা দমকলকে দোষ দেবেন না। কারণ এই সমস্ত জায়গায় আপনারা প্রচুর পরিমাণে প্লাস্টিক জমায়েত করে রেখেছেন। মজুত রয়েছে অনেক দাহ্য পদার্থ। ফলে দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হয় ঘিঞ্জি এলাকায়। তাই আপনাদের অনুরোধ করব, প্লাস্টিক রাখবেন না। এরপরেই মমতা নির্দেশ দেন মঞ্চে উপস্থিত কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, পোস্তার ব্যবসায়ী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu), এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক-সহ জনপ্রতিনিধিদের নিয়ে নিয়ে একটি বৈঠক করুন। বড়বাজার-জোড়াসাঁকো-পোস্তা এলাকার আগুন-প্লাস্টিক সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করে একটি বিকল্প রাস্তা বের করার চেষ্টা করুন।

বড়বাজার অঞ্চলে বহু জীর্ণ বাড়ি রয়েছে যেগুলিতে পুরসভা নোটিশ দিয়ে রেখেছে, সেখান থেকে মানুষ বিপদজনক জেনেও সরছেন না। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রস্তাব, আপনারা নিজেরা আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করুন। সেই পরিকল্পনা মাফিক একটি নতুন বাড়ি তৈরি করে আপনারা তাতে সরে যান। এতে আপনাদের ব্যবসা ও জীবন দুইই সুরক্ষিত হবে। সেই বাড়ি, পাঁচতলার জায়গায় দশতলা হলেও আমার কোনও সমস্যা নেই পুরসভা তার অনুমোদন দিয়ে দেবে। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের জায়গা নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে কোর্টেও কেস হয়েছে। আমি চাই এই জট কাটিয়ে ফেলতে। কাজ ফেলে রাখতে ভালো লাগে না আমার। মন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সকলের সঙ্গে আলোচনা করে জট কাটাতে।







spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...