Monday, August 25, 2025

আমেরিকার ‘সেকেন্ড লেডি’ ভারতীয় বংশোদ্ভূত, কে এই উষা চিলুকুরি ভ্যান্স

Date:

Share post:

আমেরিকার নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস হার মেনেছেন। তারপরও ভারতীয় যোগ রয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র সেনেটে। ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স হলেন আমেরিকা সেকেন্ড লেডি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি হলেন তিনি। উষার আদি নিবাস ভারতের অন্ধ্রপ্রদেশের এক গ্রামে। সেই গ্রামে রয়েছেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁরা প্রার্থনা করছেন ঊষার সাফল্যের জন্য। ঊষার এই উত্থানে ভারত ও আমেরিকার মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে বলেই তাঁদের বিশ্বাস। উচ্চশিক্ষিত উষা চিলুকুরি ভ্যান্স একজন সফল আইনজীবী। অন্ধ্রপ্রদেশের ভদলুরু গ্রাম থেকে আমেরিকায় গিয়ে ইয়েল ল স্কুল থেকে স্নাতক হয়েছেন। বড়ো হয়েছেন সান ডিয়েগোতে। আমেরিকায় পাড়ি জমালে কোনওদিনও তিনি নাড়ির টান ছিন্ন করেননি। আমেরিকায় চলে যাবার পর থেকে তাঁর বাবা ও পরিবারের সদস্যরা গ্রামের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন বরাবর। গ্রামের মন্দির প্রতিষ্ঠায় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গ্রামের কল্যাণে সাঁইবাবা, লক্ষ্মী নারাসিম্মা স্বামী এবং দেবী বালা সীতা মন্দিরের জন্য জমি দান করেছেন তাঁরা।

সম্প্রতি একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্প উষা এবং জেডি ভ্যান্সকে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর সুন্দরী স্ত্রী উষা ভ্যান্সকে অভিনন্দন। মার্কিন মুলুকে জেডি ভ্যান্সের এই জয় ভারতের অন্ধ্রপ্রদেশের গ্রামকে গৌরবান্বিত করেছে। যদিও উষা কখনূ গ্রামে আসেননি। তাঁর বাবা চিলুকুরি রাধাকৃষ্ণন বছর তিনেক আগে গ্রামে এসে মন্দিরগুলির সংস্কারে ভূমিকা রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ঊষার এই প্রাপ্তি প্রবাসী ভারতীয়দের মধ্যে একটি বড়ো উদাহরণ হিসাবে বিবেচিত হচ্ছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুত বর্ধনশীল ভারতীয় জনসংখ্যার একটি উল্লেখযোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন। ২০১০ থেকে ২০২০ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত জনসংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৮০ লক্ষে পৌঁছেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এশীয় জাতিগোষ্ঠী।

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...