Tuesday, November 4, 2025

ফের বিপাকে মিঠুন, এবার জোড়াসাঁকো থানায় ডেপুটেশন  

Date:

Share post:

এবার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন দেওয়া হল। শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভায় উস্কানিমূলক মন্তব্য করায় বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ২৭ অক্টোবর বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের ইজেডসিসিতে হওয়া অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেছিলেন। এই মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এই অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেছেন কৌশিক সাহা নামে এক ব্যক্তি।

এবার জোড়াসাঁকো থানায় ডেপুটেশন দিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি মিঠুন চক্রবর্তীকে অভিনেতা হিসেবে শ্রদ্ধা করেন।তবে রাজনীতিতে তার কোনও গুরুত্ব নেই বলে মনে করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেখানেই মিঠুন চক্রবর্তী সভা করেছেন সেখানেই বিজেপি হেরেছে।

মিঠুন বলেছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলছি, সব করব। এই সবকিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। এদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। একদিন আসবে, আমি তোমাকে কেটে, ভাগীরথীতে নয়, ভাগীরথী পূণ্য মা। কিন্তু তোমাকে তোমার জমিতেই কেটে ফেলব।’ শুধু তাই নয়, তিনি বলেন, ‘আমাদের বাগানের একটা ফল ছিঁড়লে, আমরা চারটা ছিঁড়ব।’ আর এহেন বক্তব্যকেই রাজনৈতিক বিশেষজ্ঞরা উস্কানিমূলক মন্তব্য হিসেবেই দেখছেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...