Saturday, January 10, 2026

বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ, ২টি প্রকল্পের কথা ঘোষণা ২ টি সংস্থার

Date:

Share post:

বাংলায় বিপুল কর্মসংস্থানের সুযোগ। বণিকসভার অনুষ্ঠানে রাজ্যে দু’টি প্রকল্পের কথা ঘোষণা করল দু’টি সংস্থা। স্মার্ট মিটার তৈরির কারখানা তৈরি করছে ইসক্রাইমেকো ইন্ডিয়া। আর কগনিজ্যাজ্যান্ট (Cognizant) কোভিডের সময় থেকে বন্ধ অফিস নতুন করে চালু করছে। যার ফলে প্রায় ১১০০০ মানুষের কর্মসংস্থান (Employment) হবে।

বণিকসভা CII-এর সভায় ইসক্রাইমেকো ইন্ডিয়ার এমডি মদন মোহন চক্রবর্তী জানান, ৯০০-৯৫০ কোটি টাকা বিনিয়োগ করে নিউটাউনের সিলিকন ভ্যালিতে পাঁচ একরে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার (Smat Meter) তৈরির কারখানা তৈরি করছেন তাঁরা। প্রত্যক্ষ কর্মসংস্থান হবে প্রায় ৯০০০। ইসক্রাইমেকোর দু’টি কারখানা আছে মহীশূর এবং হায়দরাবাদে। দু’টি কারখানায় মাসে মোট ৪০০০০ স্মার্ট মিটার তৈরির ক্ষমতা আছে। মদন মোহন জানান, ৯ লক্ষ বর্গফুট জুড়ে তৈরি কলকাতার কারখানাটি অন্য দুটি কারখানা থেকে আয়তনে বড় হবে। সেক্ষেত্রে এখানে দৈনিক ১০০০ মিটার তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই স্মার্ট মিটার জল, গ্যাস ও বিদ্যুতের জন্য ব্যবহার করা যাবে। শীঘ্রই কারখানা তৈরির কাজ শুরু হবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। কলকাতার কারখানা থেকে বাংলার বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বাইরে স্মার্ট মিটার পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসক্রাইমেকোর।

পাশাপাশি, আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্টের সেক্টর ফাইভের প্রথম ক্যাম্পাসটি নতুন করে তৈরি হচ্ছে। কগনিজ্যাজ্যান্টের কলকাতার অপারেশন হেড সাজিদ হুসেন জানান, কোভিডের সময় থেকে সেক্টর ফাইভে সংস্থার প্রথম অফিসটি বন্ধ। সেটিই নতুন করে তৈরি করার পরে খোলা হচ্ছে। এক থেকে দেড় বছরের মধ্যে কমপক্ষে ২০০০ কর্মসংস্থান (Employment) হবে। সাজিদের কথায়, এ রাজ্যের মতো মেধা সম্পন্ন কর্মী অন্য কোথাও পাওয়া মুশকিল। সেই কারণেই নতুন করে অফিস চালু করার সিদ্ধান্ত।







spot_img

Related articles

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...