Friday, November 7, 2025

সেনা দিয়ে বেআইনি অনুপ্রবেশকারীদের তাড়াবেন! এই সপ্তাহেই ট্রাম্পের পরিকল্পনা পাকা

Date:

Share post:

দেশে সেনা মোতায়েন করে বেআইনি অনুপ্রবেশকারীদের (Illegal Immigrants) তাড়াবেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। স্পষ্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন তিনি। তার জন্য প্রয়োজনে দেশে জরুরি অবস্থাও (Emergency) জারি করতে পারেন বলে জানান তিনি। সেই সঙ্গে নবজাতকদের আমেরিকার নাগরিকত্ব দিতেও আসছে নতুন আইন।

চলতি সপ্তাহেই আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (Immigration and Customs Enforcement) বিভাগের প্রধান টম হোমান (Tom Homan) দেখা করবেন ট্রাম্পের সঙ্গে। সেখানেই নির্ধারিত হবে বেআইনি অনুপ্রেবশকারীদের দেশ থেকে তাড়াতে (deportation) কী পন্থা নিতে চলেছে আমেরিকার নব নির্বাচিত সরকার। মূলত বেআইনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। তার জন্য প্রয়োজনে দেশে জরুরি অবস্থা (Emergency) জারির সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প (Donald Trump)। জরুরি অবস্থা জারি করতে পারলে দেশে সেনা নামানো সম্ভব হবে।

নির্বাচনী প্রচারের সময়ই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বিভাগকে সামরিক দফতরের সাহায্য় নেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এবার সেই পন্থা তিনি নিজেই নেবেন। ট্রাম্পের আগের জমানায় দেশ থেকে প্রায় ১৫ লক্ষ বেআইনি অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়ানো (Deportation) হয়েছিল। পূর্ববর্তী বাইডেন সরকার তাঁদের মেয়াদকালে ১১ লক্ষ অনুপ্রবেশকারীকে তাড়িয়েছিলেন। তবে রাজনীতিকদের ধারণা সেনা দিয়ে বেআইনি অনুপ্রবেশকারী (illegal immigration) তাড়ানোর কাজ করলে তা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ বিতাড়ন হবে।

তবে শুধু বেআইনি অনুপ্রবেশকারী নয়, দেশের নাগরিকত্ব নিয়ন্ত্রণে নতুন নাগরিকত্বের নিয়মেও বদল আনবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জানিয়েছেন এখন থেকে কোনও শিশুদের আমেরিকার নাগরিকত্ব পেতে গেলে বাবা-মায়ের মধ্যে একজনকে আমেরিকার নাগরিক হতে হবে। সেই সঙ্গে বার্থ টুরিজম (birth tourism) প্রথাও তুলে দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...