Tuesday, November 11, 2025

অজি ভূমিতে বিরাট শতরান কোহলির, গড়লেন নজির

Date:

Share post:

অবশেষে এল বিরাট শতরান। অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে রাজার কামব্যাক করলেন বিরাট কোহলি। পারথে দুরন্ত সেঞ্চুরি করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ১৩ মাস পর শতরান এল কিং কোহলির চওড়া ব্যাট থেকে। আর এর সৌজন্যে স্যার ডন ব্যাডম্যানের রেকর্ড ভেঙে দেন তিনি। এদিকে দ্বিতীয় দিনের মতোই পারথ টেস্টের তৃতীয় দিনেও দাপট দেখান ভারতীয় ব্যাটাররা। যশস্বী জয়সওয়ালের দারুণ ইনিংসের পর সেঞ্চুরি পেলেন বিরাটও। এরপরই ডিক্লেয়র দেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। অজিদের জয়ের জন্য দরকার ৫৩৪। বিরাটের শতরানের সময় স্টান্ডে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা।

রবিবার দুপুরে ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি করেন কোহলি। এই ক্ষেত্রে, তিনি টেস্ট ক্রিকেটে স্যার ডন ব্যাডম্যানকে পেছনে ফেলেছেন। অজি কিংবদন্তির ছিল ২৯ টি সেঞ্চুরি। ক্যারিয়ারের ২০২তম ইনিংসে এই সেঞ্চুরি করেছেন কোহলি। এ ছাড়াও, ৩০ তম টেস্ট সেঞ্চুরি করার পরে, ম্যাথু হেইডেন এবং শিবনারায়ণ চন্দরপলের শতরানের রেকর্ড ছুয়েছেন বিরাট। পারথ টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন কোহলি। সেঞ্চুরি করতে ১৪৩ বল খেলেন। বিরাটের সেঞ্চুরির পরেই ভারতীয় দল ইনিংস ডিক্লেয়ার করা দেয়।

দীর্ঘদিন শতরান করতে না পারা বিরাট যদিও ইনিংসের পর তাঁর পাশে থাকার জন্য যাবতীয় কৃতিত্ব দিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মাকে। সোশ্যাল মিডিয়ায় ট্রলিং থেকে শুরু করে, প্রাক্তন ক্রিকেটারদের নানা মন্তব্যের জবাব দেওয়া কোহলি বলেন, “ ঘরের মধ্যে আমি কী অবস্থায় ছিলাম সেটা শুধু আমার স্ত্রী অনুষ্কা জানে। ও আমার পাশে ছিল। যে সময় খেলিনি সেই সময়ও আমার মাথায় চলছিল কী কী ভুল করছি, কেন এমনটা হচ্ছে এই ব্যাপারে। ” উইকেটে টিকে থেকে নিজের সেঞ্চুরি করার জন্য অনেক বল নষ্ট করেন বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগও যে তাঁকে আহত করেছে তা আরও একবার বুঝিয়ে বিরাট জানান, “আমি দলের স্বার্থেই খেলছি। তাই উইকেটে পড়ে থাকা আমার লক্ষ্য ছিল না। ভারতের হয়ে খেলাই আমার কাছে গর্বের। আর এটা করতে পারলে দারুণ লাগে।”

এটি ছিল কোহলির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৮১তম সেঞ্চুরি। সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। সচিন তেন্ডুলকর ১০০ সেঞ্চুরি করে এই তালিকায় শীর্ষে। পারথ টেস্টে ১৪৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৮টি চার।

আরও পড়ুন- গাড়ি দু.র্ঘটনায় প্রাণে বাঁ.চানো দুই যুবকে পুরস্কার পন্থের, কি উপহার দিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ?

spot_img

Related articles

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...