Tuesday, November 11, 2025

মাটি ছুঁতেই চরম বিপদ! চেন্নাই বিমান বন্দরে ফেনজলের ‘শিকার’ বিমান

Date:

Share post:

ঘূর্ণিঝড়ের গতি বেশি না হলেও তা বিমান পরিবহনকে কীভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারে প্রমাণ রাখল ফেনজল (Fengal)। রবিবার সকালে চেন্নাই বিমান বন্দরে (Chennai Airport) বিমান পরিষেবা স্বাভাবিক হতেই ইন্ডিগোর একটি বিমান অবতরণের ভাইরাল ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) কার্যত আতঙ্কের সৃষ্টি করেছে। এপর্যন্ত ফেনজলের প্রভাবে তামিলনাড়ুতে (Tamilnadu) মৃত্যু হয়েছে তিনজনের। পুদ্দুচেরিতে (Puducherry) ত্রিশ বছরের রেকর্ড বৃষ্টি (record rainfall) হয়েছে মাত্র কয়েক ঘণ্টায়। কার্যত বন্যা পরিস্থিতি দক্ষিণের এই কেন্দ্র শাসিত অঞ্চলে।

শনিবার থেকে চেন্নাই বিমান বন্দরে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয় প্রথমে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পরে সেই সময় বাড়িয়ে রবিবার ভোর চারটে করা হয়। এরপর ফেনজলের প্রভাব কিছুটা কমলে ভোর থেকে বিমান ওঠা-নামা শুরু হয়। সেই সময় ইন্ডিগোর এ৩২০ নিও (Indigo A320 Neo) প্লেনটি চেন্নাই বিমান বন্দরে (Chennai Airport) অবতরণের সময় ঘটে বিপত্তি। মাটি ছোঁয়ার কয়েক ইঞ্চি আগে প্রবল হাওয়া আর বৃষ্টির কারণে প্রবলভাবে দুলে ওঠে বিমানটি। পরিস্থিতি দক্ষ হাতে সামলে বিমান চালক প্লেনটি ফের উড়িয়ে নিতে সফল হন। ফলে কোনও ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে ঘুর্ণিঝড়ে বিমানে যাতায়াত নিয়ে কার্যত আতঙ্ক ছড়িয়েছে।

অন্যদিকে রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রভাব কমেছে ফেনজলের (Fengal)। এখনও পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চেন্নাইতে তিনজনের মৃত্যুর দাবি তামিলনাড়ু প্রশাসনের। ঘুর্ণিঝড়ের প্রভাব কমতেই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। অন্যদিকে অস্বাভাবিক বৃষ্টির সম্মুখিন পুদ্দুচেরি (Puducherry)। গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, যা গত ৩০ বছরের রেকর্ড। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে দুর্ঘটনা এড়াতে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ ও ভারতীয় সেনা।

spot_img

Related articles

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল 'কোমল গান্ধার' (Komal...

খুন-ধর্ষণ-নরমাংস ভক্ষণের অভিযোগ! শীর্ষ আদালতে বেকসুর খালাস নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও নরমাংস ভক্ষণের নারকীয় কাণ্ডের অভিযোগ ছিল। নিঠারি হত্যাকাণ্ডের (Nithari Murder Case) ঘটনা...

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার...