২০২৫ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বর্ষশেষ আর বর্ষবরণের উন্মাদনা শুরু হওয়ার আগেই কলকাতা তথা রাজ্যবাসীকে সুখবর শোনালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জানিয়ে দিলেন, আগামী এক মাসের মধ্যেই চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক(Kalighat Skywalk)। মহানগরীর নাগরিকদের এটাই রাজ্য সরকারের(Government of West Bengal) ইংরেজি নববর্ষের উপহার। শুক্রবার এই সংক্রান্ত কলকাতা পুরসভার বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar), পুর কমিশনার-সহ অন্যান্য আধিকারিক এবং হকার সংগঠনের প্রতিনিধিরা। সেখানেই গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেন ফিরহাদ। নতুন মার্কেটে হকারদের পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়েছে।

একান্ন পীঠের অন্যতম তথ্য কালীঘাট (Kalighat) কলকাতা কথা রাজ্যের গর্ব। মুখ্যমন্ত্রী আগেই এই সতীপীঠকে ঢেলে সাজিয়েছেন। এবার কালীঘাট স্কাইওয়াক শহরের সৌন্দর্যায়নে নতুন সংযোজন। পুর ও নগরোন্নয়ন দফতর এটি তৈরি করতে খরচ করেছে প্রায় ৮০ কোটি টাকা। প্রসঙ্গত, কালীঘাটের স্কাই ওয়াক তৈরি করার সময় ওই চত্বর হকারমুক্ত করা হয়েছিল। সেখানকার হকাররাই বর্তমানে হাজরা পার্কে (Hazra Park) রয়েছে। পুরসভা সূত্রের খবর, হকারদের তরফে আরও একমাস সময় অতিরিক্ত চাওয়া হয়েছে। আধিকারিকদের এই রিপোর্ট অনুযায়ী মেয়র জানিয়েছেন, আগামী দুমাসের মধ্যে হাজরা পার্কে যে সমস্ত হকার রয়েছে, তাদের বৈধ তালিকা তৈরি করতে হবে। কালীঘাটের নতুন মার্কেটেই তাঁদের পুনর্বাসন দেওয়া হবে।
