অস্ট্রেলিয়া সফরে কি যাবেন মহম্মদ শামি? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় সমর্থকদের মধ্যে। মনে করা হচ্ছিল তৃতীয় টেস্টে আগে দলের সঙ্গে যোগ দেবেন শামি। কিন্তু সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরে এখনই যাচ্ছেন না ভারতীয় পেসার। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই ট্রেনিং করবেন শামি।

জানা যাচ্ছে, শামির অস্ট্রেলিয়া যাওয়া নির্ভর করছে এনসিএ-এর ফিটনেস রিপোর্টের ওপর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস রিপোর্ট যাবে ভারতীয় টিমের কাছে। এনসিএ-র সবুজ-সঙ্কেত পাঠিয়ে দিলেই, শামিকে ডেকে নেওয়া হবে অস্ট্রেলিয়ায়। ১৪ ডিসেম্বর থেকে শুরু তৃতীয় টেস্ট । এক্ষেত্রে ওই টেস্টে যে শামির খেলার কোনও সম্ভাবনাই নেই, তা বলেই দেওয়া যায়। এখন দেখার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটো টেস্টে খেলেন কিনা শামি।

দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরেছেন শামি। রঞ্জিট্রফিতে ব্যাট এবং বল হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় পেসার। দাপট দেখিয়েছেন মুস্তাক আলি ট্রফিতেও। এরপরই অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে খেলানোর জোর দেওয়া হয়।

আরও পড়ুন- কেন এত দাম দিয়ে পন্থকে নিল লখনউ? মুখ খুললেন দলের কর্ণধার
