Saturday, January 10, 2026

৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি CBI! জামিন পেলেন সন্দীপ-অভিজিৎ

Date:

Share post:

ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অকর্মন্যতার প্রমাণ। ৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। যার জেরে আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় জড়িত সন্দেহে ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে (Abhijit Mandal) জামিন দিল আদালত। শিয়ালদহ আদালতে CBI -এর আইনজীবী জানান, তাঁদের তদন্ত চলছে। সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় পৃথক মামলা থাকায় এখনই হয়ত তাঁর জেলমুক্তি হবে না। তবে, অভিজিৎ মণ্ডলের জেলমুক্তি হবে বলেই জানান তাঁর আইনজীবী।

শুক্রবার শিয়ালদহ আদালতে আর জি করে ধর্ষণ-খুনের মামলার শুনানি ছিল। সেখানে সিবিআই জানায়, তাদের তদন্ত চলছে। এদিকে ৯০দিন পেরিয়ে গিয়েছে। কোনও চার্জ ছাড়া অভিযুক্তকে গ্রেফতার করে রাখা যায় না। চিকিৎসক-পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে। কিন্তু তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। সিবিআই জানায়, সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। কিন্তু তারা চার্জশিটি দিচ্ছে না। ফলে জামিন পেয়ে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।  ২০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন দুজনে। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগেও সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই কারণে জামিন পেলেও এখনই জেল থেকে বার হতে পারবেন না সন্দীপ। তবে, অভিজিতের বিরুদ্ধে অন্য কোনও মামলা নেই। সেই কারণে তিনি জেল থেকে বার হতে পারবেন বলে জানান তাঁর আইনজীবী।

এই নির্দেশের প্রেক্ষিতে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যাঁরা সিবিআই-কে তদন্তভার দিতে চেয়েছিলেন তাঁরাই বুঝুন। এতদিন তাঁরা কলকাতা পুলিশের উপর আস্থা নেই বলে সিবিআইকে ডেকেছিলেন। এবার তাঁরা কী বলবেন! দুজনকে অভিযুক্ত বলে গ্রেফতার করে, তাঁদের সামাজিক সম্মান নষ্ট করে, ৯০দিন পরে সিবিআই চার্জশিট দিতে পারল না। অথচ রাজ্য পুলিশের হাতে থাকা কুলতলি, ফরাক্কা বা উত্তরবঙ্গের ঘটনার তদন্তে কমবেশি ৬০দিনের মধ্যে ফাঁসি সাজা ঘোষণা হয়ে গেল। এই প্রসঙ্গে অভয়ার মা-বাবার প্রতি কুণালের মন্তব্য, তাঁরা যদি কলকাতা পুলিশের উপর আস্থা রাখতেন, তাহলে এতদিন হয়ত তাঁদের মেয়ের খুনির ফাঁসির সাজা ঘোষণা হয়ে যেত।

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...