Saturday, August 23, 2025

হিজাব না পরে ভার্চুয়াল কনসার্টে গান, ইরানে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার!

Date:

Share post:

ভার্চুয়াল কনসার্টে গান করছিলেন এক গায়িকা।হিজাব না পরে ইউটিউবে একটি ভার্চুয়াল কনসার্টে গান গাওয়ার অপরাধে ২৭ বছর বয়সী ইরানি সঙ্গীতশিল্পী পরস্তু আহমেদিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে আহমেদির আরও দুই সহযোগী শিল্পী সোহেল ফাগিহ নাসিরি এবং এহসান বেরাগদার। শনিবার রাতে মাজানদারান প্রদেশের সারি শহরে। গায়িকার আইনজীবী জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভার্চুয়াল একটি কনসার্টে অংশগ্রহণ করেছিলেন পারাস্তু। ইউটিউবে সম্প্রচারিতও হয় সেটি। গানের পাশাপাশি একটি ক্যাপশনও পোস্ট করেছিলেন গায়িকা। লেখা ছিল, আমি পারাস্তু। এই গান আমার ভালোবাসার মানুষের জন্য। আমি প্রিয় জন্মভূমিকে উদ্দেশ্য করে এই গান গাইছি।

জানা গিয়েছে, কনসার্ট চলাকালীন শিল্পীর পরনে ছিল কালো ড্রেস। তবে পারফর্ম করার সময় পরেননি হিজাব। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইরানের পুলিশ পরে গ্রেফতার করে তাকে। গায়িকার কনসার্টের ভিডিওটির ভিউ ইতিমধ্যেই ১.৫ মিলিয়ন ছাড়িয়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক অভ্যুত্থানের পর থেকেই মহিলাদের হিজাব বাধ্যতামূলক। বর্তমানে হিজাব আইনে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে ইরান। হিজাব আইন ভাঙলে ৫-১০ বছর কারাদণ্ডের সাজা মিলতে পারে। এছাড়া ভারতীয় মুদ্রায় সর্বাধিক ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এই সম্পর্কে একটি বিলও পাশ হয়েছে সে দেশের সংসদে।

জানা গিয়েছে, ওই ভিডিও-র শুটিং হয়েছিল ইরানেই। সেখানে কোনও দর্শক ছিলেন না। আহমেদির সঙ্গে ছিলেন শুধুমাত্র তার চারজন পুরুষ সহকর্মী। তারা আহমেদির পিছনে দাঁড়িয়ে নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়েছেন। আহমেদির এই গ্রেফতারি নিয়ে শোরগোল পড়েছে। অনেকেই ইরান প্রশাসনের এই পদক্ষেপকে, ‘বিচারের নামে প্রহসন! বলে কটাক্ষ করেছেন।

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...