Tuesday, November 11, 2025

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে দেশজুড়ে শোক পালন 

Date:

Share post:

৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। শোকস্তব্ধ দেশ। তাঁর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে চলেছে কেন্দ্র, এমনটাই সূত্রের খবর। বৃহস্পতিবার রাতেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।পাশাপাশি সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শনিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ দিল্লি এমসের থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ক্যাবিনেটের বৈঠকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হবে বলে মনে করা হচ্ছে। জাতীয় কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন-সহ সমস্ত আগামী এক সপ্তাহের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কদিন দলীয় পতাকাও অর্থনীত রাখা হবে বলে কংগ্রেসের কার্যকরী কমিটির তরফে বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অর্থনীতিবিদ। রাত থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা। ২০০৪ সালে মনমোহন সিং প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুবার, সব মিলিয়ে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ‘উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার’। বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মনমোহন সিংয়ের মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...