সকাল দশটা পনেরো মিনিটে কংগ্রেসের সদর দফতর থেকে শেষবারের মতো বেরিয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। নিথর ঠান্ডা দেহ ঢাকা ফুলের মালায়। শ্রদ্ধা সম্মানে শেষ প্রণাম দলমত নির্বিশেষে সকল রাজনীতিকদের। কামানবাহী শকটে নিগমবোধ ঘাটে পৌঁছে গেল মনমোহনের মরদেহ। অন্তিম যাত্রায় রাস্তা জুড়ে মানুষের ঢল।

এদিন সকাল থেকেই কংগ্রেসের কার্যালয় দলীয় নেতৃত্বের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে বিশিষ্টজনেরা উপস্থিত হন। গোটা বিষয়টি তদারকি করেন মল্লিকার্জুন খারগে এবং রাহুল গান্ধী (Rahul Gandhi)। রয়েছেন কংগ্রেসের শীর্ষনেতৃত্ব। ১১:৪৫ মিনিটে নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যমুনার তীরে একুশটি গান স্যালুটে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হবে। উপস্থিত থাকবেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও রাষ্ট্রনেতার শেষকৃত্যে উপস্থিত থাকবেন বলে খবর।

–

–

–

–

–

–

–

–

–