Wednesday, May 7, 2025

ডাহা ফেল স্বরাষ্ট্র মন্ত্রক, পাসপোর্ট ভেরিফিকেশনে নতুন অ্যাপ কার্যকর করবে রাজ্যই

Date:

Share post:

কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ঢিলেঢালা নজরদারিতে গোটা দেশে রমরমিয়ে বেড়েছে জাল পাসপোর্ট (fake passport)। অথচ বারবার বাংলার পুলিশের দিকে আঙুল তোলা হয়েছে নজরদারির অভাবের অভিযোগ তুলে। রবিবার সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের দায়িত্ব ঠিক কতটা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar, DGP)। পুলিশ ভেরিফিকেশনের (police verification) নামে যে স্বরাষ্ট্র মন্ত্রকের হাত পা বেঁধেছে পাসপোর্ট দফতর, তাও স্পষ্ট করে দেন তিনি। সেখানেই জানানো হয় অ্যাপের মাধ্যমে কীভাবে স্বচ্ছ ভেরিফিকেশন হওয়া সম্ভব তা নিয়ে নতুন প্রস্তাব রাজ্য পুলিশই দিয়েছে পাসপোর্ট দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রককে (MEA)। এবার শুরু হবে নতুন সেই প্রযুক্তির ব্যবহার।

নকল পাসপোর্টের রমরমা রুখতে নতুন অ্যাপ (App) আনছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট আবেদনকারীর  যাবতীয় নথি অনলাইনে যাচাই (verification) করা সম্ভব হবে। একজন পুলিশ কর্মী আবেদনকারীর বাড়িতে গিয়ে অ্যাপের মাধ্যমে সব তথ্য যাচাই করবেন। তারপর নিজের ও আবেদনকারীর ছবি অ্যাপে আপলোড করবেন। ফলে পরবর্তীকালে খুব সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদনকারীর পাসপোর্ট ভেরিফিকেশনের (passport verification) ক্ষেত্রে কোন পুলিশকর্মী যুক্ত ছিলেন।

এছাড়াও পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে জাল আধার কার্ড (Aadhaar card) ব্যবহার করা হচ্ছে কিনা তাও ওই অ্যাপের (App) মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে। এজন্য আধার কর্তৃপক্ষের সঙ্গেও চুক্তি করা হয়েছে। আবেদনকারীর আধার খতিয়ে দেখার জন্য এই অ্যাপে আধার স্ক্যান করা হবে। তখনই আধার আসল নাকি জাল তা সহজেই বোঝা যাবে। এই অ্যাপ ব্যবহার করে ভুয়ো নথি (fake documents) দিয়ে পাসপোর্ট তৈরিতে লাগাম টানা যাবে বলে রাজ্য সরকার আশাবাদী।

spot_img

Related articles

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...