Wednesday, August 27, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপাতত রোহিতের উপরেই আস্থা রাখছে বোর্ড

Date:

Share post:

অস্ট্রেলিয়া সিরিজে ভরাডুবি হয়েছে ভারতের।তারপর থেকে চর্চা শুরু হয়েছিল, এ বার হয়তো অধিনায়কত্ব খোয়াতে চলেছেন রোহিত শর্মা। অজিদের দেশে জয় দূরের কথা, রোহিত আর বিরাট কোহলির ফর্ম নিয়ে আলোচনা করতেই করতেই কেউ বুঝতেই পারলেন না যে কখন শেষ হয়ে গিয়েছে সফর! বিরাটের ঝুলিতে তাও একটা সেঞ্চুরি রয়েছে। কিন্তু রোহিতের ফর্ম খুব খারাপ। তিনটে ম্যাচ খেলে মাত্র ৩২ রান করেছেন ভারত অধিনায়ক। গত বছরের তুলনায় ব্যাটিং গড়ও কমেছে তার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে  প্রশ্ন উঠেছে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ অথবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি রোহিতকে অধিনায়ক হিসাবে দেখা যাবে?

যদিও বিশ্বস্ত সূত্রের খবর, আপাতত রোহিতের উপরেই আস্থা রাখছে বোর্ড। যে হেতু ফর্ম্যাট আলাদা, তাই টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য এখনই ওয়ান ডে-তে বদলের রাস্তায় হাঁটছে না বিসিসিআই।অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে প্রস্তুতি সিরিজ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এই সিরিজে পুরো টিমকেই দেখা নেওয়া হবে। একই সঙ্গে এই সিরিজে পরীক্ষা রোহিতেরও। ওয়ান ডে ফর্ম্যাট বরাবরই তার কাছে ফেভারিট। কেরিয়ারের শেষ দিকে যতই দাঁড়িয়ে থাকুন, প্রিয় ফর্ম্যাটে নিজেকে ফিরে পেতে পারেন, এমনই মনে করছেন অনুগামীরা।

অবশ্য রোহিতের আসল পরীক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত যদি ভালো পারফর্ম করতে না পারে, তা হলে শুধু অধিনায়কত্ব নয়, ক্রিকেটার হিসেবে ব্যাট বল তুলে রাখতে হবে রোহিতকে। আর যদি ভারত চ্যাম্পিয়ন হয়ে যায়, সেক্ষেত্রে পরিস্থিতি বদলাতে পারে। ভারতের শেষ ওয়ান ডে টুর্নামেন্ট ছিল বিশ্বকাপ। ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি বিরাটরা। সেই আক্ষেপ আজও রোহিতকে তাড়া করে বেড়ায়। আজও আছে। আবার কারও কারও মতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাথা উঁচু করে অবসর নিতে চান রোহিত। এখন শুধুই অপেক্ষা।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...