বর্ডার-গাভাস্কর ট্রফিতে হারের পর একের পর এক কড়া সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সুত্রের খবর, ভারতীয় টিমের জন্য দশ দফা শাসনবিধি জারি করে বিসিসিআই। যে শাসনবিধির আওতায় বিদেশ সফর চলাকালীন ক্রিকেটারদের স্ত্রী-পরিবারের লোকজনের দীর্ঘমেয়াদি থাকার উপর ‘নিষেধাজ্ঞা’কেও রাখা হয়েছে। শোনা যাচ্ছে, এই নিয়েমে অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেটাররা। আর সূত্রের খবর, খোদ অধিনায়ক রোহিত শর্মাও এই নিয়ে অসন্তুষ্ট। তিনি নাকি বোর্ড কর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলতে চান।

গতকাল সাংবাদিক সম্মেলনে জাতীয় নির্বাচক অজিত আগারকারকে পাশে বসিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তখনই দশ দফা শাসনবিধি নিয়ে বলতে শোনা যায় রোহিতকে। যদিও সাংবাদিক সম্মেলনে তিনি কিছু বলেননি। রোহিত আগারকে বলেন, “ এবার আমাকে বসতে হবে বোর্ড সচিবের সঙ্গে। পরিবারের ব্যাপারটা নিয়ে। সবাই আমাকেই বলছে বোর্ড সচিবের সঙ্গে এই পরিবারের ব্যাপারটা নিয়ে বসতে।“ গোটা কথপোকথন মাইক্রোফোনে ধরা পড়ে। যদিও সাংবাদিকরা জিজ্ঞাসা করলে রোহিত এই নিয়ে বলেন, ‘‘কারা আপনাদের এই নিয়ম নিয়ে বলল? বোর্ড কি সরকারি ভাবে কিছু বলেছে? সরকারি ভাবে কিছু আগে আসতে দিন।“
বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যর্থতার পর , টিম নিয়ে কাটাছেড়ায় বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে দশ দফা শাসনবিধি জারি করে। যদিও এই নিয়ে সরকারিভাবে কিছু জানান হয়নি। কিন্তু গত বৃহস্পতিবার রাত থেকে মিডিয়ায় সেই শাসনবিধি ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- দু.র্ঘটনায় মৃ.ত্যু অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মানু ভাকেরের দিদা ও মামার

–

–

–

–

–

–

–
