Monday, November 3, 2025

টিটাগড়ে ভাগাড় থেকে উদ্ধার কিশোরের দেহ, ধৃত ১

Date:

Share post:

ভাগাড় থেকে উদ্ধার হল কিশোরের দেহ। চার দিন ধরে এই কিশোর নিখোঁজ ছিল। টিটাগড়ের(titagarh) এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই বিনোদ নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় রহড়া থানার বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা বছর দশেকের অভয় দাস। মা পুনম দাস পেশায় ফুচকা বিক্রিতা।  গত শনিবার থেকে খোঁজ মিলছিল না বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা বছর ১০–এর এক কিশোরের (teenager)। কিশোরের মা ফুচকা বিক্রি করেন।

জানা গিয়েছে, ঘটনার দিন এলাকার অন্য শিশুদের সঙ্গে খেলছিল অভয় দাস। কিন্তু সন্ধে থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।

 

কিশোরের মা বলেন,  আমি দোকানে যাব বলে তৈরি হচ্ছিলাম। তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছেলে খেলছিল। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ওকে শেষ দেখেছি। সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ারও কথা ছিল। তাই মেয়ে খোঁজ করে। না পেয়ে আমাকে জানায় ভাইকে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক খোঁজার পর রাতেই থানায় অভিযোগ জানান কিশোরের মা।

এরপরই এলাকার সিসিটিভি(cctv) ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ফুটেজে দু’জন মহিলার সঙ্গে কিশোরকে দেখা যায় বলে জানায় পুলিশ। তবে ওই মহিলাদের মুখ অস্পষ্ট ছিল। ফলে তাদের শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করে। বুধবার সকালে রহড়া থানার অন্তর্গত টিটাগড় ভাগাড় থেকে কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। কিশোরের দেহ শনাক্ত করেছে পরিবার। কিন্তু কেন এই ঘটনা, কেনই বা এভাবে মারা হল কিশোরকে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...