Thursday, August 21, 2025

টিটাগড়ে ভাগাড় থেকে উদ্ধার কিশোরের দেহ, ধৃত ১

Date:

Share post:

ভাগাড় থেকে উদ্ধার হল কিশোরের দেহ। চার দিন ধরে এই কিশোর নিখোঁজ ছিল। টিটাগড়ের(titagarh) এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই বিনোদ নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় রহড়া থানার বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা বছর দশেকের অভয় দাস। মা পুনম দাস পেশায় ফুচকা বিক্রিতা।  গত শনিবার থেকে খোঁজ মিলছিল না বন্দিপুর লাল ইটখোলা এলাকার বাসিন্দা বছর ১০–এর এক কিশোরের (teenager)। কিশোরের মা ফুচকা বিক্রি করেন।

জানা গিয়েছে, ঘটনার দিন এলাকার অন্য শিশুদের সঙ্গে খেলছিল অভয় দাস। কিন্তু সন্ধে থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।

 

কিশোরের মা বলেন,  আমি দোকানে যাব বলে তৈরি হচ্ছিলাম। তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছেলে খেলছিল। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ওকে শেষ দেখেছি। সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ারও কথা ছিল। তাই মেয়ে খোঁজ করে। না পেয়ে আমাকে জানায় ভাইকে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক খোঁজার পর রাতেই থানায় অভিযোগ জানান কিশোরের মা।

এরপরই এলাকার সিসিটিভি(cctv) ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ফুটেজে দু’জন মহিলার সঙ্গে কিশোরকে দেখা যায় বলে জানায় পুলিশ। তবে ওই মহিলাদের মুখ অস্পষ্ট ছিল। ফলে তাদের শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করে। বুধবার সকালে রহড়া থানার অন্তর্গত টিটাগড় ভাগাড় থেকে কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। কিশোরের দেহ শনাক্ত করেছে পরিবার। কিন্তু কেন এই ঘটনা, কেনই বা এভাবে মারা হল কিশোরকে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...