Thursday, August 21, 2025

সেমিতে প্রথম সেট হেরেই চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন জোকার

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ। চোটের কারণের এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান জোকার। এদিন অস্ট্রেলিয়ান ওপেনের সামিফাইনালে নেমেছিলেন জোকোভিচ। প্রতিপক্ষ ছিলেন আলেকজান্ডার জেরেভ। সেমিফাইনালে প্রথম সেট হারের পরেই ম্যাচ ছেড়ে দেন ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। আর এর ফলে ২৫ টি গ্র্যান্ড স্ল্যাম জয় হল না জোকারের।

শুক্রবার জেরেভের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় জোকোভিচের। প্রথম সেটে দুই তারকার মধ্যে এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হয় যে কেউ কারোওর সার্ভিস ব্রেক করতে পারেননি। শেষ পর্যন্ত প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে আর লড়তে পারেননি জোকার। ৭(৭)-৫(৫) ফলে প্রথম সেট যায় জেরেভের ঝুলিতে। তারপরেই ম্যাচ থেকে সরে দাঁড়ান জোকার। জানিয়ে দেন, চোটের কারণে আর খেলা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে।

ম্যাচের পর জোকোভিচ বলেন, “হয়তো আর একটা সুযোগ রয়েছে। কে বলতে পারে? আগে দেখতে হবে এই মরশুমটা কেমন যায় আমার। আপাতত সামনের দিকে তাকাতে চাইছি।” এরপর তিনি আরও বলেন, “ আলকারাজের ম্যাচের পর থেকে একটা বলও র‌্যাকেট দিয়ে মারিনি। ম্যাচের এক ঘণ্টা আগে প্রথম বার শট খেললাম। পেশির চোট নিয়ন্ত্রণ করার জন্য যা করা সম্ভব সেটাই করেছি। ওষুধ খেয়েছি। পায়ে স্ট্র্যাপ বেঁধে খেলার চেষ্টা করেছি। ফিজিয়ো অনেক পরিশ্রম করে আজ আমাকে কোর্টে নামতে সাহায্য করেছেন। তবে প্রথম সেটের শেষের দিকে আরও বেশি ব্যাথা হতে শুরু করে। সেটা নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব ছিল না। ম্যাচ ছেড়ে দেওয়াটা দুর্ভাগ্যজনক। তবে আমি চেষ্টা করেছিলাম। চোটের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, প্রথম সেট জিততে পারলেও আমার সামনে পাহাড়প্রমাণ লড়াই অপেক্ষা করে রয়েছে।“

কোয়ার্টার ফাইনালে তরুণ তুর্কি কার্লোস আলকারাজকে হারিয়ে সেমিতে পৌঁছে ছিলেন জকোভিচ। মাত্র এক সেট খুইয়ে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ ফলাফলে স্প্যানিশ তারকাকে হারান তিনি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...