Tuesday, November 11, 2025

কেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-২০ ম্যাচে ছিলেন না শামি ? এল বড় আপডেট

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে রয়েছেন ভারতীয় দলে রয়েছেন মহম্মদ শামি। তবে সিরিজে থাকলেও, প্রথম এবং দ্বিতীয় টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ছিলেন না ভারতের তারকা বোলার। এরপর প্রশ্ন জাগে তবে কি ফিট নন শামি। বাকি তিনটি ম্যাচেও কি খেলতে পারবেন না তিনি? আর এই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একা কর্তা।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “চোট পাওয়ার পরে শামির ওজন ২ কেজি কমেছে। ও পুরোদমে বল করছে। কিন্তু টি-২০ ওকে বিশেষ দরকার পড়বে না। এক দিনের ম্যাচ শুরু হলে ওকে খেলানো হবে। “ ওই কর্তার কথায় পরিষ্কার, টি-২০ দলে থাকলেও খেলানো হবে না শামিকে। তাঁকে আরও তৈরি করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেখানে শামিকে খেলানো হবে। মনে করা হচ্ছে ওই তিনটি ম্যাচ খেললে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবেন ভারতের তারকা ক্রিকেটার।

সূত্রের খবর, মহম্মদ শামি বর্তমানে সম্পূর্ণ ফিট রয়েছেন। তবে তাঁর না খেলার কারণ সম্পূর্ণ অন্য। আসলে ইতিমধ্যেই চোট রয়েছে যশপ্রীত বুমরাহের। আদৌ তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে কিনা সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়। যদি বুমরাহ না খেলতে পারেন তবে সেই জায়াগায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মহম্মদ শামিকে। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।

দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। তারপর থেকে চোটের সঙ্গে লড়াই শুরু হয় তাঁর। অবশেষে ২০২৪-এর শেষের দিকে বাংলার হয়ে বল হাতে ক্রিকেট মাঠে ফিরে আসেন তিনি। দুরন্ত পারফরম্যান্স করে ফের একবার জাতীয় দলে জায়গা করে নেন শামি। তবে তাঁকে সামলে রেখে ব্যবহার করতে চাইছে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- বুমরাহর জন্য মজার গান ক্রিস মার্টিনের, নিমিষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

spot_img

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...